ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

টি-টেন: কোয়ালিফায়ারে নেই কোনো বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ ফেব্রুয়ারি ২০২১ , ১২:০২ পিএম


loading/img
ছবি- ফেসবুক

টি-টেন লিগের শেষ চার নিশ্চিত হয়েছে বৃহস্পতিবার রাতে। শেষ চার নিশ্চিত করেছে দিল্লি বুলস, নর্দার্ন ওয়ারিয়র্স, কালান্দার্স এবং টিম আবুধাবি। শেষ চারে ওঠার লড়াইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আবুধাবুইর কাছে হেরে যায় বাংলা টাইগার্স। এতে বাদ পড়েছে ডেকান গ্ল্যাডিয়েটর্স, মারাঠা অ্যারাবিয়ানস, বাংলা টাইগার্স এবং পুনে ডেবিলস।

বিজ্ঞাপন

টি-টেনের চতুর্থ আসরে খেলেছেন বাংলাদেশের ছয় ক্রিকেটার। বাংলা টাইগার্সের হয়ে খেলেছেন আফিফ হোসেন ও মেহেদী হাসান। মারাঠা অ্যারাবিয়ানসের নেতৃত্বে ছিলেন অল-রাউন্ডার মোসাদ্দেক হোসেন, মুক্তার আলী এবং সোহাগ গাজী। পুনে ডেবিলসের নেতৃত্ব দিয়েছেন নাসির হোসেন।

প্রত্যেক দল খেলেছে ৬টি করে ম্যাচ। গ্রুপ পর্বে বাংলা টাইগার্স ও ডেকান গ্ল্যাডিয়েটরস জিতেছে ২টি করে ম্যাচ। শেষ দুই দল মারাঠা অ্যারাবিয়ানস ও পুনে ডেবিলস জিতেছে ১টি করে ম্যাচ।

বিজ্ঞাপন

শুক্রবার থেকে শুরু হবে কোয়ালিফায়ার ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি হনে পয়েন্ট টেবিলে ১ নম্বরে থাকা দিল্লি বুলস এবং ২ নম্বরে থাকা নর্দার্ন ওয়ারিয়র্স।

এমআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |