ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

আইপিএলের জন্য শ্রীলঙ্কা টেস্ট খেলবেন না সাকিব

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১ , ১১:৪৩ এএম


loading/img
সাকিব আল হাসান

আইপিএল খেলার জন্য এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটি চেয়েছেন সাকিব আল হাসান। বিসিবিও সেই আবেদন মঞ্জুর করে নিয়েছে। তার মানে আইপিএল খেলার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্ট খেলা হবে না সাকিবের।

বিজ্ঞাপন

ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান গণমাধ্যমকে জানান, সাকিব এই মুহূর্তে টি–টোয়েন্টি খেলতে চায়। টেস্ট খেলতে চায় না। আইপিএলের জন্য ছুটি চেয়েছে সে। আমরাও মনে করি কেউ খেলতে না চাইলে তাকে জোর করে খেলিয়ে লাভ নেই। তাই সাকিবকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

মূলত নিষেধাজ্ঞার কারণে এক বছর আইপিএল খেলতে পারেননি।  সাবেক ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে সাকিব আল হাসানকে। আসছে এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইপিএলের ১৪তম আসর।

বিজ্ঞাপন

এই সময়ে বাংলাদেশ সফরে আসতে পারে শ্রীলঙ্কা ক্রিকেট দল। দুই দেশের মধ্যে দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আইপিএলের কারণে সেই দুটি টেস্ট ম্যাচ খেলা হবে না সাকিবের। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার কথা রয়েছে তার।

এম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |