ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

‘সাকিবের সব কিছুই পরিকল্পিত’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১ , ০৫:৫৯ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে আগামী এপ্রিলে টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। একই সময়ে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর।

বিজ্ঞাপন

জাতীয় দল আর আইপিএলের দোটানায় সাকিব শেষ পর্যন্ত আইপিএলকেই বেছে নিয়েছে। সাকিবের সিদ্ধান্তে সায় দেয় বিসিবিও। শুক্রবার সকালে জানা যায় লঙ্কানদের বিপক্ষে টেস্ট না খেলার অনুমতিও পেয়ে যান এই বাঁহাতি অল-রাউন্ডার।

আরও পড়ুন : রাবাদার কাছে আগে দেশ, পরে আইপিএল

এতে দেশের ক্রিকেট মহল নাখোশ হলেও জনপ্রিয় ধারাভাষ্যকার হারশা ভোগলে সাকিবের পক্ষেই মত দিয়েছেন।

হারশা টুইটে জানান, ‘অনেকেই দেশের ক্রিকেট থেকে আইপিএলকেই বেছে নেয়। সাকিবও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট না খেলে খেলবেন আইপিএলে। আগামী দুই বছরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। তাই আইপিএলকে বেছে নেওয়ার সিদ্ধান্ত কঠিন হচ্ছে না।’

দিনভর সাকিবকে মুণ্ডুপাত করে চলছেন অনেক সমর্থক। তাতে সায় মিলেছে সাকিব আল হাসানের স্ত্রী উম্মে শিশিরের।

বিজ্ঞাপন

আরও পড়ুন : আইপিএলের জন্য শ্রীলঙ্কা টেস্ট খেলবেন না সাকিব

ফেসবুকে হার্শা ভোগলের টুইট পোস্ট করে লিখেছেন, ‘সাকিবের সব কিছুই পরিকল্পিত।’

সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সাকিবকে পেয়ে কলকাতা যেমন উচ্ছ্বসিত, তেমনটা সাকিবও।

এক ভিডিও বার্তায় সাকিব বলেছেন, ‘খুবই রোমাঞ্চিত কেকেআরের হয়ে খেলতে পারব এবারও। ২০১২ ও ২০১৪ তে যেভাবে খেলেছি, শিরোপা জিতেছি সেভাবে খেলার চেষ্টা করব। আমি মুখিয়ে আছি কলকাতার হয়ে খেলার জন্য।’

আরও পড়ুন : ‘সাকিবের সব কিছুই পরিকল্পিত’

এমআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |