নতুন মৌসুম শুরুর আগে বার্সেলোনা ত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। ধারণা করা হচ্ছিল পুরাতন কোচ পেপ গার্দিওলার সঙ্গে ম্যানচেস্টার সিটিতে পুনর্মিলন হচ্ছে আর্জেন্টাইন মহাতারকার। যদিও শেষ পর্যন্ত চুক্তি অনুযায়ী কাতালান দলটিতেই থাকার সিদ্ধান্ত নেন তিনি। আগামী জুনে শেষ হতে চলেছে চুক্তি। তার আগেই গুঞ্জন রয়েছে দল পরিবর্তন করছেন ছয়বারের ব্যালন ডি’ অর জয়ী।
আরও পড়ুনঃ মাঠে নামছে চোটে জর্জরিত রিয়াল মাদ্রিদ
আগামী ৭ মার্চ বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচন। এবারের সব প্রার্থীই দাবি করেছেন যেভাবেই হোক কিছুই তেই মেসিকে দল ত্যাগ করতে দেবেন না। অন্যদিকে বার্সা অধিনায়কের নতুন গন্তব্য নিয়ে যখন নানা মুখরোচক আলোচনা যখন চলছে তখন ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার জার্মেইন জেনাস মনে করেন ম্যানচেস্টার সিটিতে মেসির প্রয়োজন নেই। তার বদলে বরুশিয়া ডর্টমুন্ডের আর্লিং হালান্দকে নিতে পারে সিটিজেনরা।
আরও পড়ুনঃ রাবাদার কাছে আগে দেশ, পরে আইপিএল
টটেনহ্যাম ও নিউক্যাসেলের মতো দলের হয়ে খেলা জেনাস বর্তমানে ফুটবল বিশ্লেষক হিসেবে কাজ করছেন। বিসিবি রেডিওর সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমার মনে হয় না মেসিকে তাদের প্রয়োজন রয়েছে। ম্যানসিটির প্রয়োজন একজন স্ট্রাইকার। আমি হালান্দকে নেয়ার পক্ষে। তাদের অ্যাকাউন্টে যত টাকা আছে সব দিয়ে হলেও হালান্দকে দলে নেয়ার কথা ভাবা উচিৎ।’
আরও পড়ুনঃ আইপিএলের জন্য শ্রীলঙ্কা টেস্ট খেলবেন না সাকিব
চলতি মৌসুমে ২৪ ম্যাচে ২৫ গোল তুলেছেন নরওয়ে জাতীয় দলের স্ট্রাইকার। উয়েফা চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচে তুলেছেন ৮ গোল। লিওনেল মেসি ইস্যুতে ভিন্ন ভাবনা রয়েছে ম্যানসিটির উল্লেখ করে জেনাস বলেন, ‘মেসি একটা স্বপ্নের মতো। তাকে পেলে আমরা সবাই খুশি হবো। তবে আমার মনে হয় না সিটি তাকে নিয়ে ভাবছে।’
ওয়াই