দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের শিরোপা জিতলেন নওমি ওসাকা। সরাসরি সেটে এই জাপানি টেনিস তারকা হারিয়েছেন যুক্তরাষ্ট্রের জেনিফার বার্ডিকে।
অস্ট্রেলিয়ান ওপেনের তিন নম্বর বাছাই ওসাকা জয় তুলে নিয়েছেন ৬-৪ ও ৬-৩ ব্যবধানে।
শুরু থেকেই কোর্টে এক তরফা প্রাধান্য দেখান ২৩ বছর বয়সী এই জাপানি টেনিস কন্যা। প্রথম সেটে বার্ডি কিছুটা লড়াই জমানোর চেষ্টা করলেও দ্বিতীয় সেটে আর পেরে ওঠেননি ওসাকার বুদ্ধিদীপ্ত রিটার্ন জোড়ালো স্ম্যাশ আর দারুণ ফুট ওয়ার্কের কাছে।
আসরের দ্বিতীয় আর ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠেন নওমি ওসাকা । এর আগে ২০১৮ ও ২০২০ সালে ইউএস ওপেন জিতেছিলেন। ২০১৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন নিজের করে নেন তিনি।
ওয়াই