তিন ম্যাচ পর জয়ে ফিরলো টটেনহ্যাম হটস্পার। ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলের বিরুদ্ধে ৪-০ গোলের বড় জয় পেয়েছে হোসে মরিনহোর শিষ্যরা।
রোববার ঘরের মাঠে জোড়া গোল করেছেন গ্যারেথ বেল। একটি করে গোল আদায় করেন হ্যারি কেন ও লুকাস মোউরা।
টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে নেমেই গোল আদায় করে নেয় স্বাগতিকরা। ম্যাচের দ্বিতীয় মিনিটে সন হিউং-মিনের ক্রস থেকে গোল আদায় করেন ওয়েলস ফরোয়ার্ড বেল।
১৬ মিনিটের মাথায় বেলের বাড়ানো বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেন। অন্যদিকে ৩১ তম মিনিটে দূর পাল্লার এক শটে গোল আদায় করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মোউরা।
প্রথমার্ধে ৩-০ হয় গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হুগো লরিস নেতৃত্বাধীন দলটি।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৫৫ তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল আদায় করেন রিয়াল মাদ্রিদ থেকে লোনে খেলতে আসা গ্যারেথ বেল। সনের দেয়া বল পেয়ে বার্নলের জালে জড়ান ৩১ বছর বয়সী এই তারকা।
এই জয়ে প্রিমিয়ার লিগে অষ্টম স্থানে উঠে এসেছে টটেনহ্যাম। ২৫ ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা ৩৯।
ওয়াই