ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

টি-টোয়েন্টিতে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে পোলার্ডের ছয় ছক্কা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১ , ০৯:৪৯ এএম


loading/img
ছবি-সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ রোমাঞ্চ ছড়ানো এক ম্যাচই যেন উপহার দিলো শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে দেন আকিলা ধনঞ্জয়া। তার পরের ওভারেই আবার ছয় বলে ছয়টি ছয় মেরে লঙ্কানদের মুখের আহার কেড়ে নেন দ্য বিগ হিটার কাইরন পোলার্ড। 

বিজ্ঞাপন

আরও পড়ুনঃ হ্যাটট্রিক তুলে ছয় ছক্কা হজম

প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৩১ রান তোলে সফরকারী শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৫২ রানে তিন উইকেট হারিয়ে দিশেহারা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। 

বিজ্ঞাপন

ধনঞ্জয়ার পর পর তিন বলে সাজঘরে ফেরেন এভিন লুইস, ক্রিস গেইল ও নিকোলাস পুরান। তবে পরের ওভারেই দানবীয় চেহারায় হাজির হন পোলার্ড। 

ধনঞ্জয়ার এক ওভারে ছয়বার ওভার বাউন্ডারি মেরে ক্যারিবিয়ানদের জয়ের ভীত গড়ে দেন এই অলরাউন্ডার। 

১১ বলে ৩৮ রান তুলে পোলার্ড আউট হলেও ৬ উইকেট হারিয়ে ৪১ বল হাতে রেখে সহজেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

বিজ্ঞাপন

১৪ বছর আগে প্রথম ব্যাটসম্যান হিসেবে ছোট ফরম্যাটে ছয় ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের ছয় বলে ছয় বলে ছক্কা মেরে রেকর্ড গড়েছিলেন ভারতের সাবেক এই ব্যাটসম্যান। 

 

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |