ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে পাকিস্তান। তাই দলে বেশ কয়েকটি পরিবর্তন এনে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিল তারা। কিন্তু ভাগ্য বদলাতে পারেনি ম্যান ইন গ্রিনরা। কিউইদের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হারতে হয়েছে পাকিস্তানকে।
মঙ্গলবার (২৬ মার্চ) সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১২৮ রানের লড়াকু পুঁজি পায় পাকিস্তান। জবাব দিতে নেমে ৮ উইকেট ও ৬০ বল হাতে থাকতেই জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড।
সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই এগিয়েছিল স্বাগতিকরা। কিন্তু তৃতীয় ম্যাচে ৯ উইকেটের বড় জয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে পাকিস্তান। তবে সিরিজ রক্ষা করতে পারেনি তারা।
চতুর্থ ম্যাচে পাকিস্তানকে ১১৫ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। তাই শেষ ম্যাচটি ছিল নিয়মরক্ষার। সেখানেও আট উইকেটের বড় জয় পেয়েছে স্বাগতিকরা।
উল্লেখ্য, আগামী ২৯ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২ এপ্রিল দ্বিতীয় ও ৫ তারিখ অনুষ্ঠিত হবে শেষ ম্যাচ।
আরটিভি/এসআর