ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

আফ্রিদির জামাই হচ্ছেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৭ মার্চ ২০২১ , ১১:৩০ এএম


loading/img
ছবি: সংগৃহীত

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির বড় মেয়েকে বিয়ে করতে চলেছেন বর্তমান দলের পেসার শাহিন শাহ আফ্রিদি।

বিজ্ঞাপন

গুঞ্জন রটেছিল কয়েকদিনের মধ্যেই বিয়ে করতে চলেছেন তারা। তবে দেশটির সাংবাদিক ইহতিশাম উল হক নিশ্চিত করেছেন আগামী দুই বছর পর সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

আরও পড়ুন : আল নূর মসজিদের সামনে আবেগ আপ্লূত মুশফিক

ইহতিশাম টুইট পোস্টে বলেন,  শহীদ আফ্রিদির মেয়ের সঙ্গে শাহিন শাহ আফ্রিদির বিয়ের বিষয়ে দুই পরিবারের অনুমতিতে গুঞ্জনটি নিয়ে স্পষ্ট করছি। প্রস্তাবে রাজি হয়েছেন তারা। কনের পড়া শেষ হলে, আগামী দুই বছর পর বাগদান সম্পন্ন হবে।’

শনিবার রাতে আরেকটি টুইট করেন ওই পাকিস্তানি সাংবাদিক। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছে। দুই পরিবারকে সম্মান জানিয়ে পোস্ট করেছিলাম গুঞ্জনটি স্পষ্ট করতেই। আপাতত অপেক্ষা করুন তাদের মন্তব্যের। ততদিন পর্যন্ত তাদের গোপনীয়তা রক্ষার্থে সম্মান জানানো উচিৎ।’

আরও পড়ুন : ভালোবাসা দিবসে নাসিরের বিয়ে, জেনে নিন স্ত্রীর পরিচয় (ভিডিও)

৪১ বছর বয়সী আফ্রিদি পাঁচ মেয়ের বাবা। আকসা, আনশা, আজওয়া, আসমারা ও আরওয়া। বড় মেয়ে আকসা। তার সঙ্গেই বিয়ে হওয়ার কথা শাহিনের। দুই জনের বয়সই ২০।

২০১৮ সালের ডিসেম্বরে জাতীয় দলে অভিষেক হয় শাহিনের। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছিলেন তিনি। সম্প্রতি স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে কমবয়সী বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি।

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |