ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মুশফিক-পাইলটের ব্যাটে সম্মানজনক সংগ্রহ বাংলাদেশ লিজেন্ডসের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৭ মার্চ ২০২১ , ০৯:০৪ পিএম


loading/img
ছবি- রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ লিজেন্ড’স ও ইংল্যান্ড লিজেন্ড’স। চলতি আসরে এটি বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ হলেও ইংল্যান্ডের প্রথম।

বিজ্ঞাপন

আজ রোববার সন্ধ্যায় আসরের তৃতীয় ম্যাচে টসে জিতে বাংলাদেশ লিজেন্ড’সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ইংল্যান্ড লিজেন্ড’স।

ব্যাট করতে নেমে রায়ান সাইডবটমের বলে ওপেনার জাবেদ ওমর বেলিমের উইকেট হারায় ৫ (১২) রানে। আরেক ওপেনার নাজিম উদ্দিন করেন ১৪ বলে ১২ রান।

বিজ্ঞাপন

তিন নম্বরে ব্যাট করতে নেমে নাফিস ইকবাল ৮ রান করে ফেরেন মন্টি প্যানেসারের  বলে এলবিডব্লু হয়ে।

আরো পড়ুন… ভারত থেকে তেঁতুলের বিচি আমদানি

এদিন হান্নান সরকার ১৩ রান করে বিদায় নিলে বিপাকে পড়ে দল। তবে লড়েছে খালেদ মাসুদ পাইলট ও মুশফিকুর রহমান।

বিজ্ঞাপন

খালেদ মাসুদ ৩৯ বলে ৩১ রানের মাথায় চোটে পড়ে মাঠ ছাড়ে। তবে শেষ পর্যন্ত টিকে ছিলেন মুশফিক। তার ২৬ বলে ৩০ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১১৩ রান করেছে বাংলাদেশ লিজেন্ড’স।

ইংল্যান্ড লিজেন্ডসের হয়ে ২ উইকেট নেন ক্রিস ট্রিমলেট। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন মন্টি প্যানেসার ও ক্রিস শোফিল্ড।

এর আগে আসরে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ লিজেন্ড’স মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া লিজেন্ড’স এর। এই ম্যাচে বাংলাদেশ লিজেন্ড’স ১০ উইকেটে হেরেছিল ইন্ডিয়া লিজেন্ড’স এর কাছে।

বাংলাদেশ লিজেন্ড’স: নাজিম উদ্দিন, জাভেদ ওমর নাফিস ইকবাল, রাজিন সালেহ, হান্নান সরকার, মোহাম্মদ রফিক (অধিনায়ক), মোহাম্মদ শরীফ, খালেদ মাসুদ, মুশফিকুর রহমান, আবদুর রাজ্জাক ও আলমগীর।

এমআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |