ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ গেমসে সবুজ দলকে হারিয়ে নীল দলের স্বর্ণ জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১২ মার্চ ২০২১ , ০৪:১৭ পিএম


loading/img
ছবি- বিসিবি

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ গেমসে প্রমিলা ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ সবুজ দলকে ৮ উইকেটে হারিয়ে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ নীল দল।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ মার্চ) সকালে নীল দল টসে জিতে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানায় সবুজ দলকে। ব্যাট করতে নেমে সবুজ দল মাত্র ৭২ রানে গুটিয়ে যায়। দশ রানের কোঠা পার করেছিলেন মাত্র তিন ব্যাটসম্যান। জাহানারা আলম ও মমতা হেনা নেন তিনটি করে উইকেট।

৭৩ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে নীল দল ৩১.৪ ওভার হাতে রেখে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শামীমা সুলতানা খেলেন সর্বোচ্চ ৩১ রানের ইনিংস। এছাড়া ফারজানা হক করেন ২৮ রান।

বিজ্ঞাপন

সবুজ দলের হয়ে রুমানা আহমেদ ও খাদিজা তুল কুবরা নেন ১টি করে উইকেট।

বাংলাদেশ সবুজ দল: ৭২/১০ (রিতু মনি ১৮, রুমানা ১৪, সানজিদা ১২; জাহানারা ৩/১৫, মুমতা ৩/১৫, সালমা ২/৯)

বাংলাদেশ নীল দল: ৭৪/২ (শামীমা ৩১, ফারগানা ২৮ *, মুর্শিদা ৯; রুমানা ১/৮, খাদিজা ১/২৬)

বিজ্ঞাপন

এমআই/এম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |