ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

জোতার গোলে লিভারপুলের জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ , ১১:২৪ এএম


loading/img
জোতার গোলে লিভারপুলের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে খুব ভালো সময় যাচ্ছে না লিভারপুলের। সোমবার রাতে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ১-০ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে শিরোপাধারীরা।
প্রতিপক্ষের জালে গোলটি করেন দিয়োগো জোতা। এই লিগে সবশেষ আট ম্যাচে লিভারপুলের দ্বিতীয় জয়। বাকি ছয় ম্যাচেই তাদের হার।

বিজ্ঞাপন

প্রথমার্ধে অতিরিক্ত সময়ে গোল করে এগিয়ে যান সফরকারীরা। মোহাম্মদ সালাহের পাস পেয়ে ডি-বক্সে ডুকিয়ে গোল দেন জোতা। ৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। সালাহর প্রচেষ্টা ফেরান গোলরক্ষক।
এদিকে উলভারহ্যাম্পটন বারবার চেষ্টা করেও কোনও গোল দিতে পারেনি। শেষ দিকে সতীর্থের সঙ্গে মাথায় আঘাত পান উলভারহ্যাম্পটনের গোলরক্ষক রুই পাত্রিসিও।  

২৯ ম্যাচে ১৩ জয় ও সাত ড্রয়ে লিভারপুলের অবস্থান ৬। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে উলভারহ্যাম্পটন।

বিজ্ঞাপন

এমআই/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |