২০১৮ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল মেহেদী হাসানের। সব মিলিয়ে চারটি ম্যাচে মাঠে নেমেছেন। করোনা পরবর্তী বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে নজর কেড়েছেন মেহেদী। ডাক পেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামা হয়নি তার। এবার সুযোগ হলো ওয়ানডে খেলার।
২৬ বছর বয়সী মেহেদীর অভিষেকের দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বড় হার পেতে হয়েছে বাংলাদেশকে।
শনিবার ডানেডিনে প্রথমে ব্যাট করে ৪১ ওভার ৫ বলে ১৩১ রানে অলআউট হয় সফরকারীরা। জবাবে ২১ ওভার ১ বলে দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় কিউইরা।
ম্যাচের পর মাঠে কথা বলেছেন অধিনায়ক তামিম ইকবাল।
ব্যাটসম্যানদের হতাশাজনক পারফরমেন্সের বিষয়টি তুলে ধরেন তিনি বলেন, ‘আমার মনে হয় বেশ কয়েকজন বাজে শট খেলে আউট হয়েছি। এটা সত্য তারা (নিউজিল্যান্ড) অসাধারণ বল করেছে। তবে দোষ আমাদের নিজেদেরই। আমরা ব্যাটিং নিয়ে অতিমাত্রায় আত্মবিশ্বাসী ছিলাম। সব দিক দিয়েই ব্যর্থ হয়েছি।’
২৩ মার্চ ক্রাইস্ট চার্চে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টাইগাররা। আগামী ম্যাচ নিয়ে আশাবাদী বাংলাদেশ দলনেতা।
‘এখানে দুই দিন আগে উপস্থিত হয়েছিলাম। আমি নিজেদের প্রস্তুতির ঘাটতিকে দোষ দিতে পারবো না। আমাদের জন্য বিষয়টি নতুন না। আমরা জানি আমদের নিয়ে প্রত্যাশা অনেক। আশা করি আমরা আরও ভালো করতে পারবো।’
২০ বলে ১৪ রান করেছেন অভিষিক্ত মেহেদী হাসান। একটি ছয় ও একটি চারও হাঁকিয়েছেন তিনি। অন্যদিকে ৬ ওভার বল ২.৮৩ ইকোনোমিতে মাত্র ১৭ রান খরচ করেছেন তিনি। যেখানে অন্য সব বোলারদের পাত্তাই দেয়নি ব্ল্যাকক্যাপসরা সেখানে ২৬ বছর বয়সী এই স্পিনিং অলরাউন্ডারের পারফরমেন্সে সন্তুষ্ট তামিম।
‘প্রথম শটটি দুর্দান্ত খেলেছিলেন মেহেদী। তাকে খেলতে দেখলে খুশী হবো। চমৎকার বোলিংও করেছেন। মাঠে তার একটা ব্যক্তিত্ব রয়েছে সেটাই স্পষ্ট হয়েছে।’
ওয়াই