ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত সাকিব যেমন সফল, ঠিক তেমনই সমালোচনাও কুড়িয়েছেন। আলোচনা-সমালোচনাতে থাকতেই নাকি সাকিবের পছন্দ।
২০১২ সালের ১২ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন সাকিব আল হাসান ও উম্মে শিশির। এরপর থেকে সাকিবের ভালো খারাপের ভাগীদার শিশিরও। সাকিবের ভালো সময়ে যেমন পাশে থেকেছেন, তেমনই খারাপ সময়েও সাহস যোগাতে দেখা গেছে শিশিরকে।
২৪ মার্চ, বুধবার ছিল সাকিবের ৩৪তম জন্মদিন। এমন বিশেষ দিনে যুক্তরাষ্ট্রে থাকা শিশিরের পাশে নেই সাকিব। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আর সীমানা দেয়াল নেই। শিশির ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন সাকিবকে।
ফেসবুক পোস্ট শিশির লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় স্বামী। আমার জানামতে তুমিই সবচেয়ে শক্তিশালী মানুষ! সফলতা ও বিজয়ী হতে জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করতে হবে এটা কোনো ব্যাপার না। আমি তোমাকে ভালোবাসি এবং সবসময় তোমার পাশে আছি। আমরা একসঙ্গে শক্তিশালী! আলহামদুলিল্লাহ।’
সম্প্রতি ফেসবুক লাইভে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কয়েকজন কর্মকর্তাকে নিয়ে সমালোচনা করায় বিতর্কিত হয়েছেন সাকিব। এছাড়া শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ না খেলে আইপিএল খেলার সিদ্ধান্তেও অনেক সমালোচনা শুনতে হচ্ছে তাকে।
এতসব বিতর্ক পেছনে ফেলে গত রোববার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি। বুধবার অনুশীলনও করেছেন আইপিএলকে সামনে রেখে। এবারের আইপিএলে খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।
এমআর/