ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

একমাস পর ছেলের নাম জানালেন সাকিব-শিশির

বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১ , ০৪:৫২ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

সম্প্রতি তৃতীয় সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। গেল ১৫ মার্চ  সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোলজুড়ে এসেছে ছেলে সন্তান। যদিও এত দিন পরিবারের নতুন সদস্যের নাম জানাননি তারা। অবশেষে সন্তানের নাম সামনে এলো। ছেলের নাম এইজাহ আল হাসান।

বিজ্ঞাপন

বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে অবস্থান করছেন সাকিব। সেখানে তার পরিবারের সবার নাম লিখে ফ্রাঞ্জাইজি ভিত্তিক দলটির পক্ষ থেকে জার্সি উপহার দেয়া হয়। 

বৃহস্পতিবার বিকেলে সাকিব ও শিশির ফেসবুক থেকে আলাদা পোস্ট দিয়ে ছেলের এক মাস হওয়া উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন। সেখানেই এইজাহ’র নাম প্রকাশ করলেন তারা।

বিজ্ঞাপন

২০১৬ সালে সাকিবের প্রথম মেয়ে আলাইনা হাসান অব্রির জন্ম হয়। এরপর ২০২০ সালের এপ্রিলে দ্বিতীয়বারের মতো বাবা হন তিনি। দ্বিতীয় কন্যার নাম রাখেন ইোম হাসান। দুটি সন্তানই জন্ম নেয় যুক্তরাষ্ট্রে। 

আগের দুই সন্তানের মতোই তৃতীয় সন্তানটিও সেখানেই জন্মগ্রহণ করেছে। জানুয়ারির ১ তারিখেই তৃতীয় সন্তান আগমনের সুখবর জানান সাকিব।

বিজ্ঞাপন

২০১২ সালে উম্মে আল হাসান শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।

ওয়াই

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |