ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

বিশ্বাস করি মেসি বার্সায় থাকতে আগ্রহী: ক্লাব সভাপতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৮ এপ্রিল ২০২১ , ০৮:৪৯ এএম


loading/img
ছবি- সংগৃহীত

‘লিওনেল মেসি বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড়। ক্লাবের সঙ্গে তার ঘনিষ্ঠতা অনেক। আমি বিশ্বাস করি তিনি থাকতে আগ্রহী। তাকে রাখতে হলে আমাদের ক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টাই আমরা করবো।’ বার্সেলোনা কোপা দেল রে’ শিরোপা জেতার পর এই সব মন্তব্য করেন দলটির সভাপতি জোয়ান লাপোর্তা।

বিজ্ঞাপন

শনিবার রাতে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিরুদ্ধে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি নেতৃত্বাধীন দলটি।

লাপোর্তা বলেন, ‘আজ আমরা দেখলাম তার বিপরীতে দুর্দান্ত একটি দল মাঠে নেমেছে। সত্যি তারা ভালো ফুটবল খেলেছে। আমরা অধীর আগ্রহে এই মুহূর্তের জন্য অপেক্ষায় ছিলাম। শেষ পর্যন্ত জিতে নিয়েছি। সেরা দলের সঙ্গে সেরা ফাইনাল মাঠে গড়িয়েছে।’

বিজ্ঞাপন

নতুন দফায় সভাপতি হিসেবে লাপোর্তা দায়িত্ব নেয়ার পর এটাই প্রথম ট্রফি ব্রাউগানাদের।

‘দলের খেলোয়াড়দের জন্য এটা প্রয়োজন ছিল। আমরা খেলোয়াড়, কোচিং স্টাফ ও ফ্যানদের জন্য অনেক খুশি। আশা করি, প্রথম কোপা জয় আরও অনেক কোপার পথ উন্মোচন করবে।’

বার্সেলোনা থেকে ছাটাই হতে পারেন রোনাল্দ কোম্যান। বেশ কয়েকদিন ধরেই এমন গুঞ্জন ছিল। যদিও তা উড়িয়ে দিলেন সভাপতি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘কোম্যান ও দল খুবই ভালো করছে। আমি তাদের জন্য বেশ খুশি।’

বিজ্ঞাপন

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |