ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ভারতের জন্য প্রার্থনার অনুরোধ বাবরের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ , ০১:৩৯ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

দুই দেশের রাজনৈতিক ধন্ধ চলছে বহুযুগ ধরে। সেই ধন্ধ প্রভাব ফেলেছে ক্রীড়াঙ্গনেও। ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ক্রিকেট ম্যাচের কথা তো ভাবাও যায় না। দেখা হয় কেবল বৈশ্বিক আসরে।

বিজ্ঞাপন

তবে দুই দেশের মানুষকে এক সুতোয় এনেছে করোনা মহামারি। মানুষ তো মানুষের জন্যই। সে হোক হিন্দু কী মুসলমান কিংবা বৌদ্ধ ধর্মের। ভারতে করোনার ভয়াবহ প্রকোপে দৈনিক আক্রান্ত আর মৃতের সংখ্যা বেড়ে চলছে হুহু করে।

বিজ্ঞাপন

এমন অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন আগেই। ইমরান খানের সঙ্গে ভারতের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শোয়েব আখতার, শহীদ আফ্রিদি, শোয়েব মালিকরাও।

সিনিয়রদের মতো দলের বর্তমান অধিনায়ক বাবর আজমও প্রার্থনা জানিয়েছেন, দেশটির মানুষদের জন্য সবাইকে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।

‘ভারতের এই চরম সংকটময় পরিস্থিতিতে সেখানকার জনগণের জন্য প্রার্থনা করছি। এখনি সময় এক হওয়ার, এবং প্রার্থনা করার। আমি সবাইকে অনুরোধ করছি, সরকারি স্বাস্থ্য সুরক্ষা বিধি কঠোরভাবে মেনে চলার। এটি আমাদের সবাইকে নিরাপদে রাখার জন্যই। সবাই মিলে এটা আমরা করে দেখাতে পারি খুব সহজেই।’

এমআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |