একদিনের ক্রিকেটে যেমন সর্বোচ্চ রানের মালিক, তেমনই টেস্টেও। রয়েছে ১০০টি একশ রানের ইনিংস। বিশ্বকাপ জিতেছেন ভারতের হয়ে। দেশটার ক্রিকেট পাগল মানুষেরা তাকে ক্রিকেটের ঈশ্বর বলে ডাকেন। দীর্ঘ ২৪ বছরের ক্রিকেট জীবনে অর্জনের তো কিছুই বাকি নেই তার।
তিন ফরম্যাট মিলে ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যেটা আর কেউ করতে পারেননি এখনও। ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি, রয়েছে ১৮ হাজারের বেশি রান। টেস্ট ফরম্যাটে রয়েছে ৫১টি সেঞ্চুরি, আছে ১৫ হাজারের বেশি রান। শুধু একশটি সেঞ্চুরিই নয়, রয়েছে ১৬৪টি অর্ধশতকও।
তবুও নাকি দুটি আক্ষেপ রয়ে গেছে শচীন টেন্ডুলকারের না পাওয়ার তালিকায়। এমনটাই জানিয়েছেন ক্রিকেট ডট কমকে দেয়া সাক্ষাৎকারে।
শচীনের প্রথম আক্ষেপ স্বদেশী লিজেন্ড সুনীল গাভাস্কারের সঙ্গে খেলতে না পারার আক্ষেপ। যার খেলা দেখে বেডে ওঠা, স্বপ্ন দেখা জাতীয় দলের হয়ে খেলার, তার সঙ্গেই খেলতে না পারার আক্ষেপ রয়ে গেছে শচীনের।
“প্রথমত, আমি কখনও সুনীল গাভাস্কারের সঙ্গে খেলিনি। ক্রিকেটে বেড়ে ওঠার সময় গাভাস্কারই ছিলেন আমার আদর্শ। অথচ তার সঙ্গে খেলতে পারিনি, এই আক্ষেপ আমার আজীবনের। তিনি আমার অভিষেকের দুই বছর আগে ব্যাট প্যাড তুলে রাখেন।”
শচীনের দ্বিতীয় আক্ষেপ, স্যার ভিভ রিচার্ডসের বিরুদ্ধে খেলতে না পারার। শচীন বলেন, তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হবার পরও দুই বছর খেলেছেন ভিভ রিচার্ড কিন্তু, খেলা হয়নি তার সঙ্গে।
“ছোটবেলায় আমার আদর্শ ছিলেন স্যর ভিভিয়ান রিচার্ডস। যদিও কাউন্টি ক্রিকেটে তার বিরুদ্ধে খেলতে পেরেছিল। এটা আমার ভাগ্য। যদিও আন্তর্জাতিক ম্যাচে তার বিরুদ্ধে খেলার সৌভাগ্য হয়নি আমার। তিনি ১৯৯১ সালে অবসর নিলেও আন্তর্জাতিক ক্রিকেটে আমার তার দুই বছর আগে অভিষেক হয়। এই সময়টায় না খেলার আক্ষেপ থেকে যাবে।”
এমআর/