ঢাকাসোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

ফুটবলে বড় ব্যবধানে জয় পাওয়া ম্যাচগুলো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২০ জুন ২০২১ , ০১:৫৯ পিএম


loading/img
আমেরিকান সামোয়ার বিপক্ষে ৩১ গোল দিয়ে বিশ্ব রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া

ফুটবলে সবচেয়ে বেশি গোল দেয়া দলই জয়ী হয়। সাম্প্রতিককালে ফিফা স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে জয় পাওয়া কয়েকটি ম্যাচের তালিকা দেখে নেবো।

বিজ্ঞাপন

ঘানা বনাম লেসোথো

২০১২ সালে আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি হয়েছিল দল দুটি। ওই ম্যাচে ৭-০ গোলে জয় পায় ঘানা।

বিজ্ঞাপন

যুগোস্লাভিয়া বনাম ফারাও আইসল্যান্ড

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে যুগোস্লাভিয়ার প্রতিপক্ষ ছিল ফারাও। ১৯৯১ সালে হওয়া ম্যাচটি ৭-০ ব্যবধানে জিতে নেয় যুগোস্লাভিয়া।

উত্তর কোরিয়া বনাম পর্তুগাল

বিজ্ঞাপন

২০১০ বিশ্বকাপে এশিয়ার দেশটির বিপক্ষে ৭-০ ব্যবধানে জয় পায় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

বিজ্ঞাপন

ইংল্যান্ড বনাম সান মারিনো

সাম্প্রতিককালে ইংল্যান্ড জাতীয় দলের সবচেয়ে বড় জয়ের রেকর্ড সান মারিনোর বিপক্ষে। ২০১৩ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৮-০ গোলে জয় পায় থ্রি লায়ন্সরা।

জার্মানি বনাম সৌদি আরব

২০০২ বিশ্বকাপে মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে ৮-০ ব্যবধানে জয় তুলেছিল জার্মানরা। যা বিশ্বকাপের ইতিহাসেও অন্যতম বড় জয়।

অস্ট্রেলিয়া বনাম স্পেন

১৯৯০ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ম্যাচে বিশাল জয় তুলেছিল স্পেন। অস্ট্রেলিয়াকে ৯-০ ব্যবধানে হারিয়ে দেয় তারা।

নিউজিল্যান্ড বনাম তাহিতি

বিশ্বকাপ বাছাই পর্বে তাহিতির জালে ১০টি গোল দিয়েছিল নিউজিল্যান্ড। ২০০৪ সালে হওয়া এই ম্যাচে একটিও গোল হজম করতে হয়নি কিউইদের।

জার্মানি বসাম সান মারিনো

২০০৬ সালে ইউরোর বাছাইয়ে সান মারিনোকে গুনে গুনে ১৩টি গোল দেয় জার্মানি।

কুয়েত বনাম ভুটান

২০০০ সালে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে মধ্যপ্রাচ্যের দেশটি দক্ষিণ এশিয়ার দেশটিকে ২০-০ ব্যবধানে হারিয়ে দেয়।

অস্ট্রেলিয়া বনাম টোঙ্গা

ওশেনিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে টোঙ্গার মুখোমুখি হয়েছিল সকারুরা। ২০০১ সালে হওয়া ওই ম্যাচে ২২ গোল দিয়েছিল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া বনাম আমেরিকান সামোয়া

২০০১ সালে বিশ্বকাপ বাছাই পর্বে আমেরিকান সামোয়ার প্রথমার্ধে ১৬টি গোল দেয় অস্ট্রেলিয়া। শেষার্ধে আরও ১৫ গোল দিয়ে ৩১-০ ব্যবধানে জয় পায় তারা। দ্বীপ রাষ্ট্রটির বিপক্ষে একাই ১৩ গোল দেন আর্চি থমসন। সবচেয়ে বড় ব্যবধানে জয় ও এক ম্যাচে খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি গোলের রেকর্ড হয়েছিল এই ম্যাচেই।

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |