কাতার বিশ্বকাপ বাছাইপর্বের তিন ম্যাচের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দুই বছর পর ফিরেছেন জুভেন্টাস প্লে-মেকার পাওলো দিবালা। বাদ পড়েছেন সদ্য বার্সেলোনায় যোগ দেয়া সার্জিও আগুয়েরো।
কোপা আমেরিকায় আর্জেন্টিনা স্কোয়াডের ২৮ খেলোয়াড়ের মধ্যে আর জায়গা হয়নি গোলরক্ষক অগাস্টিন মার্চেসিনের। তার জায়গা নিয়েছেন ভিয়ারিয়াল গোলরক্ষক জেরোনিমো রুই।
দিবালার পাশাপাশি ডাক পেয়েছেন, অ্যাস্টন ভিলার উইঙ্গার এমিলিয়ানো বুয়েনদিয়া ও টটেনহ্যাম থেকে ভিয়ারিয়ালে যোগ দেয়া সেন্টারব্যাক হুয়ান ফয়েত।
এছাড়া লিওনেল মেসি নেতৃত্বাধীন কোপা জয়ী দলে অ্যাঞ্জেল ডি মারিয়া-এমিলিয়ানো মার্টিনেজ সহ সবাই আছেন স্কোয়াডে।
লিওনেল স্ক্যালোনির কোচিংয়ে ৩ সেপ্টেম্বর ভেনিজুয়েলা, ছয় সেপ্টেম্বর ব্রাজিল ও ১০ই সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে আলবেসিলেসেস্তেরা।
আর্জেন্টিনার ৩০ জনের প্রাথমিক দল
গোলরক্ষক
এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), হুয়ান মুস্সো (আতালান্তা), জেরোনিমো রুলি (ভিয়ারিয়াল)।
রক্ষণভাগ
গনজালো মন্টিয়েল (সেভিয়া), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), লুকাস মার্টিনেজ কুয়ার্তা (ফিওরেন্টিনা), লিসান্দ্রো মার্টিনেজ (আয়াক্স), নাউয়েল মোলিনা (রিয়াল বেটিস), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস ওটামেন্দি (বেনফিকা), জার্মান পেজ্জেলা (রিয়াল বেটিস), হুয়ান ফয়থ (ভিয়ারিয়াল)।
মধ্যমাঠ
লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গুইদো রদ্রিগেজ (রিয়াল বেটিস), রদ্রিগো ডি পল (আতলেটিকো মাদ্রিদ), এজেকুয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস ডমিনগেজ (বোলোনিয়া), মার্কোস আকুনা (সেভিয়া), পাপু গোমেস (সেভিয়া), অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি)।
আক্রমণভাগ
লিওনেল মেসি (পিএসজি), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্টিনা), জোয়াকিন কোররেয়া (লাৎসিও), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), অ্যাঞ্জেল কোররেয়া (আতলেটিকো মাদ্রিদ), এমিলিয়ান বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা), পাওলো দিবালা (জুভেন্টাস)।
ওয়াই