বাংলাদেশে এসে খেলাটা যেকোনো দলের জন্যই কঠিন। এশিয়ার দেশগুলোও মিরপুরের উইকেট বুঝতে হিমশিম খায়। সেখানে নিউজিল্যান্ড তো অনেক দূর। গত মাসে অস্ট্রেলিয়া যেভাবে ঘোলাপানি খেয়ে গেল, তেমনই শুরু কিউইদের।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বুধবার খেলতে নেমে লজ্জার রেকর্ড করে কিউইরা। নিজেদের ইতিহাসে যৌথভাবে সর্বনিম্ন ৬০ রানে অল-আউট হয়ে যায়। এই রান তাড়া করে বাংকাদেশ জয় পায় ৭ উইকেটে।
সিরিজ শুরুর আগে কিউই ক্রিকেটাররা মিপুরের উইকেট নিয়ে ধারণা নিলেও খেলতে নেমে বুঝেছেন কতটা ধারণার বাইরে। ম্যাচ শেষে স্বয়ং সাকিব আল হাসান বলেন, অস্ট্রেলিয়া সিরিজের সময়কার উইকেটের চেয়েও কঠিন।
এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে দুই কিউই ব্যাটসম্যান টম ল্যাথাম ও হ্যানরি নিকলসের সমান ১৮ রানের ইনিংস ছাড়া বাকি একজনও পার করতে পারেনি দশ রানের কোঠা।
খেলবেনই বা কী করে। উইকেটই তো বুঝে উঠতে পারেননি ব্যাটাররা। ম্যাচ শেষে স্বীকার করে নেন অধিনায়ক টম ল্যাথাম। তবে প্রথম ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচগুলোতে কাজে লাগাতে চান কিউই অধিনায়ক।
“প্রথম ম্যাচে কি হয়েছে বুঝতে পারিনি। আশা করি যা হয়ে গেছে, এখান থেকে অনেক কিছু শিখতে পারব আমরা। যত দ্রুত সম্ভব এই কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে হবে। আমরা যা ভেবেছিলাম তার পুরোটাই ভিন্ন। বোঝার চেষ্টা করছি যাতে বড় স্কোর করা যায়।”
মাত্র ৬০ রানে অল-আউট হলেও কিউইরা ৩ টাইগার ব্যাটসম্যানকে ফিরিয়েছিল দ্রুতই। টম ল্যাথাম মনে করছেন আরেকটু বড় স্কোর করতে পারলে জয় পাওয়া কঠিন না।
“আমরা নিজেদের মানিয়ে নেয়ার চেষ্টা করছি। যাতে করে এই উইকেটে বড় স্কোর করা যায়। তাহলেই ভালো ফল পাওয়া সম্ভব। আমি নিশ্চিত, ছেলেরা এখান থেকে অনেক কিছু শিখবে।”
এমআর/