ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

‘প্রথম ম্যাচের শিক্ষা আমাদের কাজে দিয়েছে’

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ সেপ্টেম্বর ২০২১ , ০৮:১৬ পিএম


loading/img
টম ল্যাথাম

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে করুণ হার মেনে নিতে হয় নিউজিল্যান্ডকে। আগে ব্যাট করে মাত্র ৬০ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। যা ছিল তাদের সর্বনিম্ন রানের রেকর্ড (যৌথভাবে)। এদিন বাংলাদেশ ম্যাচ জিতে নেয় ৭ উইকেটে। টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে প্রথম জয় টাইগারদের।

বিজ্ঞাপন

তবে দ্বিতীয় ম্যাচের আগে বেশ সতর্ক ছিল কিউইরা। মিরপুরের উইকেট বুঝতে সমস্যা হলেও খুব দ্রুতই বোঝার চেষ্টা ছিল তাদের। আজ দ্বিতীয় ম্যাচে সেটারই প্রমাণ রেখেছে তারা। ১৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ বল পর্যন্ত লড়াই করে।

অধিনায়ক টম ল্যাথামের (৬৫) ব্যাটে দারুণভাবে ম্যাচে ফিরে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে ১৩৭ রান পর্যন্ত টেনে নিয়ে যান। ম্যাচটা হারলেও ল্যাথাম স্বীকার করেছেন প্রথম ম্যাচ থেকে শিক্ষা নেয়ার কথা।

বিজ্ঞাপন

“দারুণ একটা ম্যাচ ছিল। ম্যাচটা শেষ ওভারে নিয়ে যেতে পারাটাও অসাধারণ ছিল। আমার মনে হয় আমরা শেষ ম্যাচ থেকে অনেক শিখেছি। এবং শেষ ওভারে গিয়ে জয়ের সুযোগ তৈরি করেছি।”

ল্যাথাম বলেছেন, আগের ম্যাচের উইকেটের থেকে আজকের ম্যাচের উইকেট বেশ ভালো ছিল। তবে এই উইকেটে ১৩০-১৪০ রান বেশ চ্যালেঞ্জের।

“ভালো উইকেট ভালো ম্যাচ উপহার দিবে। রাচীন (রবীন্দ্র) ভালো বোলিং করেছে। আমরা সম্ভবত যেমনটা চেয়েছিলাম শেষ পর্যন্ত তা হয়নি। কিন্তু আমার মনে হয় ১৩০-১৪০ রান চ্যালেঞ্জিং স্কোর।”

বিজ্ঞাপন

ম্যাচটা শেষ বল পর্যন্ত নিয়ে যাওয়া নিয়ে ল্যাথাম বলেছেন, “আমার দায়িত্ব ছিল ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করা এবং বাকিরা আক্রমণাত্মক ব্যাটিং করবে। যাতে ম্যাচটা যত দূর সম্ভব নেয়া যায়। আমি গর্বিত যেভাবে ছেলেরা ঘুরে দাঁড়িয়েছে।”

এমআর/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |