তাদের জীবন এমনই। ব্যস্ত ক্রিকেটসূচির কারণে সাকিব আল হাসান আর উম্মে আহমেদ শিশিরের দেখা কমই হয়। এখনও একজন বাংলাদেশে, আরেকজন রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এই দূরে থাকার কষ্ট এবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলেন সাকিবপত্নী শিশির।
আজ সোমবার (৬ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটা ছবি পোস্ট করে শিশির লিখেছেন, ‘তোমাকে দেখার জন্য আর তর সইছে না।’
ক’দিন আগে আক্ষেপ ছিল সাকিবের কথাতেও। বাংলাদেশের এই তারকা ক্রিকেটার জানাচ্ছিলেন, তার কন্যা আলাইনা হাসান স্কুলে প্রথম গ্রেডে পা রেখেছে। পিঠে স্কুলব্যাগসহ কন্যার একটি ছবি পোস্ট করে গত বৃহস্পতিবার সাকিব লেখেন, ‘আমার ছোট্ট কন্যা আর ছোট নেই। স্কুলে প্রথম গ্রেডে প্রথম দিন শুরু হয়েছে ওর। তোমার এই বিশেষ দিনে দূরে থাকার সময়টা আমার জন্য খুবই কষ্টের।’
আরআর/এসএস