জুভেন্টাসকে বিদায় জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। পুরানো ক্লাবের হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে মাঠে নেমে হারতে হয়েছে পর্তুগীজ মহাতারকাকে। অন্যদিকে ঠিকই জয় তুলে নিয়েছে জুভেন্টাস।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ইতালিয়ান দলটির প্রতিপক্ষ ছিল মলমো। সুইডিশ দলটির বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় তুলে মাঠ ছেড়েছে সাদা-কালো শিবির।
এইচ গ্রুপের ম্যাচে এলেডা স্টেডিয়ামে একটি করে গোল তুলেছেন আলেক্স সান্দ্রো, পাউলো দিবালা ও আলভারো মোরাতা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২৩ মিনিটের মাথায় গোল আদায় করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার আলেক্স সান্দ্রো। ৪৫ মিনিটে পেনাল্টির মাধ্যমে গোল আদায় করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা। বিরতিতে যাবার আগে গোল তুলে নেন স্প্যানিশ তারকা মোরাতা।
এদিকে এফ গ্রুপের ম্যাচে ইয়ং বয়েসের মুখোমুখি হয়ে ২-১ ব্যবধানে হারতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ১৩তম মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো গোল তুললে তা যথেষ্ট ছিল না। ৬৬ মিনিটে মৌমি গামেলেউ ও ৯০+৫ মিনিটে থিউনস সাইব্যাচুউ গোল তুলে সুইজারল্যান্ডের দলটির জয় নিশ্চিত করেন।
অন্যদিকে চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রতিপক্ষ বেলজিয়ান ক্লাব ব্রুগে। বুধবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো প্রথম একাদশে মেসি, নেইমার, এমবাপেকে খেলতে দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
ওয়াই