বিশ্বকাপের কোনো আসরে এতদিন ভারতের বিপক্ষে জয় না পাওয়ার আক্ষেপে পুড়ছিল পাকিস্তান। দুবাইতে মুখোমুখি হওয়ার আগে বিশ্বকাপে গত ১২ ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে পাকিস্তানকে পরাস্থ করে ভারত। ইমরান খান, ওয়াসিম আকরামরা যা করতে পারেনি, এবার বাবর আজমের নেতৃত্বে সেটিই করল পাকিস্তান। ১২-০ ব্যবধানের হারের বৃত্ত ভেঙে ঐতিহাসিক জয় পেয়েছে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
এমন জয়ে প্রশংসিত হচ্ছেন শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। তবে বিশেষ নজর কেড়েছেন এই ম্যাচের জয়ের নায়ক রিজওয়ান। ভারতের ইনিংস চলাকালে পানি পানের বিরতিতে রিজওয়ানের দুই রাকাত নামাজ পড়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
টুইটারে ভিডিওটি শেয়ার করে সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার ক্যাপশনে লিখেছেন, ‘আল্লাহ সেই ব্যক্তিকে কখনও অন্যের সামনে মাথা ঝুঁকতে দেয় না, যে তার কাছে মাথা নত করে।’
ভিডিওটিতে দেখা যায়, রিজওয়ান যখন নামাজ পড়ছিলেন তখন ভারতীয় ক্রিকেটাররা পানি পানে ব্যস্ত ছিলেন। আনেক ভক্ত মনে করছেন, ওই সময় মাগরিবের নামাজ পড়ছিলেন রিজওয়ান।
আরএ/টিআই