হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরু করেছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ১০ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে। দুবাইয়ের মাঠে পাত্তাই পায়নি ভারতীয় বোলাররা। বিরাট কোহলি নেতৃত্বাধীন দলটির দেওয়া ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে পাকিস্তান।
বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান দুর্দান্ত সূচনা এনে দেন। দুই ওপেনার মিলে জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়েন। ৫২ বলে ৬৮ রান তুলেন বাবর আজম। দুই ছক্কা ও ছয়টি চারে ইনিংসটি সাজান তিনি। অন্যদিকে ৫৫ বল খেলে তিন ছক্কা ও ছয় চারে ৭৮ রান তুলেন রিজওয়ান।
হাইভোল্টেজ ম্যাচে ভারতের হয়ে ৩ ওভারে ২৫ রান খরচ করেন ভুবেনেশ্বর কুমার। সমান ওভারে ২২ রান দিয়েছেন জসপ্রিত বুমরাহ। চার ওভার করে বল করে যথাক্রমে ২২ ও ২৮ রান দিয়েছেন বরুণ চক্রবর্তী ও রবিন্দ্র জাদেজা। অন্যদিকে ৩.৫ ওভারে ৪৩ রান খরচ করেছেন মোহাম্মদ শামি।
কয়েকদিন আগেই শেষ হওয়া আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ডানহাতি এই পেসার। ৩১ বছর বয়সী এই তারকা এদিন জ্বলে উঠতে পারেননি। ফলে মুসলিম এই ক্রিকেটারকে নিয়ে অনলাইনে নানা আক্রমণাত্মক মন্তব্য করছে ভারতীয় সমর্থকরা।
এ সময় বিরেন্দ্র বলেন, ‘অনলাইনে শামির বিরুদ্ধে চলমান আক্রমণ মেনে নেওয়ার মতো নয়। আমরা তার পাশে আছি। তিনি চ্যাম্পিয়ন। ভারতের ক্যাপ যে পরে তিনি অন্তরেও দেশকে ধারণ করে। যা অনলাইন আক্রমণ থেকে অনেক বেশি। আমরা আছি। আগামী ম্যাচে নিজের সেরাটা উপহার দাও।’ শেবাগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে হরভজন সিংকে রিটুইট করতে দেখা গেছে।
মারিনার নামের এক টুইটার ব্যবহারকারী আক্রমণকারীদের উদ্দেশে লিখেছেন, ‘পাকিস্তানের কাছে পরাজয়ের পর এগুলো কি হচ্ছে। ধর্ম নিয়ে নিজেদের খেলোয়াড়দের আক্রমণ করা বন্ধ করুন। খেলার মধ্যে ধর্ম ও রাজনীতি টানবেন না।’
The online attack on Mohammad Shami is shocking and we stand by him. He is a champion and Anyone who wears the India cap has India in their hearts far more than any online mob. With you Shami. Agle match mein dikado jalwa.
— Virender Sehwag (@virendersehwag) October 25, 2021
ওয়াই/এসকে