ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

এবার কাদের দিকে আঙ্গুল তুললেন শিশির!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ , ০৩:০৮ পিএম


loading/img
সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল পর্বে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। জয়ের কাছাকাছি দূরে থাক এখন পর্যন্ত কোন ম্যাচে প্রতিরোধই গড়ে তুলতে পারেনি মাহমুদউল্লাহর দল। প্রথম ম্যাচে লঙ্কানদের কাছে ৫ উইকেটে হার। দ্বিতীয় ম্যাচে ইংলিশদের কাছে পরাজয় ৮ উইকেটের বড় ব্যবধানে। 

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে বিশ্বকাপ নিয়ে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হচ্ছে। ক্রিকেটারসহ কোচিং প্যানেল কেউ বাদ যাচ্ছেনা সমালোচনা থেকে। আর নতুন করে আগুনে ঘি ঢাললেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। ভেরিফাইড ফেসবুক আইডিতে কয়েকজন ক্রিকেটারদের খোঁচা দিয়ে একটি পোস্ট করেছেন তিনি। 

পোস্টে শিশির লিখেছেন, 'আমরা ২০১৯ বিশ্বকাপ নিয়ে একটু কথা বলতে পারি। আমি ভাবছি কিভাবে আমরা ভারত পাকিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে জিততে পারিনি যখন আমাদের গতির তারকারা এবং কথিত সেরা উদ্বোধনী জুটি ছিল! কী ভুল হয়েছে ওই ম্যাচে কৌতূহলী মন জানতে চায়! আমি যদি সেই ভুলগুলির কিছু নিয়ে আলোচনা করার জন্য কিছু টকশো করতাম তাহলে আজ আমাদের এই ব্যর্থতা দেখতে হতো না।'

বিজ্ঞাপন

বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ দলের টানা দুই পরাজয় এছাড়া বাছাই পর্বে আইসিসির সহযোগী দেশ স্কটল্যান্ডের কাছে হার বাংলাদেশি ক্রিকেট ভক্ত ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাঙালিদের হতাশ করে দেয়। 

টিএন/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |