বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হারাতে হবে পাকিস্তানকে এমন সমীকরণ মাথায় নিয়ে খেলতে মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। আর এই ম্যাচেই বিপর্যস্ত বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। এই ম্যাচে দুই শ’ রানের আগেই থেমে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।
শনিবার (১৯ এপ্রিল) লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের মেয়েরা। কিন্তু পাকিস্তানের মেয়েদের বোলিংয়ের সামনে ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রানে থেমে যায় জ্যোতির দল। বাংলাদেশের পক্ষে ৭৬ বল খেলে সর্বোচ্চ ৪৮ রান আসে রিতু মণির ব্যাট থেকে।
৫৩ বল খেলে ৪৪ রানে অপরাজিত থাকেন অলরাউন্ডার ফাহিমা খাতুন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।
পাকিস্তানের পক্ষে বল হাতে সাদিয়া ইকবাল তিনটি এবং ফাতিমা সানা ও ডায়ানা বেগ দুটি করে উইকেট তুলে নেন। রামিন শামিম ও নাসরা সান্ধু নেন একটি করে উইকেট।
আরটিভি/এসকে/এস