টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪০তম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। ম্যাচটি এই দুই দলের সেমিফাইনালে ওঠার জন্য যতটা গুরুত্বপূর্ণ, ঠিক একই রকম ভারতের বেলায়ও। আর এ ম্যাচের আগেই ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার কথা বলেন এ ম্যাচ নিয়ে।
স্বাভাবিকভাবেই আফগানিস্তানের জয় চাইবে সব ভারতীয়রা। কারণ, আফগানরা জিতলে ভারতের সেমিতে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর কিউইরা এ ম্যাচে জিতলে কোনো সমীকরণ ছাড়াই চলে যাবে শেষ চারে।
ম্যাচের আগে স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার জানান, আফগানিস্তানের এক ক্রিকেটার পার্থক্য গড়ে দিতে পারে এ ম্যাচে। দলে তার অন্তর্ভুক্তি ব্ল্যাক ক্যাপদের কিছু হলেও ভাবাবে। তবে সে নামটা বিশ্বসেরা লেগস্পিনার রশিদ খান নয়। তিনি তরুণ স্পিনার মুজিব উর রহমান।
ভারতের সাবেক অধিনায়ক বলেন, ‘আমি শুধু চাই মুজিব সেই খেলার জন্য ফিট থাকুক। এর মানে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে একজন অতিরিক্ত রহস্যময় স্পিনার খেলবে। সে (মুজিব উর রহমান) যদি রশিদ খান এবং মোহাম্মদ নবীর সঙ্গে বোলিং করতে পারে, তাহলে আফগানদের বোলিং ইউনিট আরও শক্তিশালী হবে।
আফগানদের জয়ের সুতোয় ঝুলন্ত ভারতের সেমিফাইনালের রাস্তা। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও নামিবিয়ার বিপক্ষে আফগান স্পিনার মুজিব খেলতে পারেনি ইনজুরির কারণে। ২০১৭ সালে এই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামেই আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুজিব উর রহমানের।
টিএন/টিআই