বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০১৭’র। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। দু’দলই উদ্বোধনী ম্যাচ জিতে বিশ্বকাপের পরই মর্যাদাকর এ আসর শুরু করতে চায়। ফলে লড়াইটা যে হাড্ডাহাড্ডি হবে তা বলার অপেক্ষা রাখে না। এমন ম্যাচে স্পটলাইট থাকছে যাদের ওপর-
তামিম ইকবাল: বাংলাদেশ ব্যাটিং লাইনআপের প্রাণভোমরা তিনি। দ্রুত রান তোলার ক্ষেত্রে তার জুড়িমেলাভার। এরই মধ্যে তা প্রমাণ করেছেন ড্যাশিং ওপেনার। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশের ভরসার অন্যতম প্রতীক। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ৪ ম্যাচে করেছেন ১৯৯ রান। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১০২ রানের ঝকঝকে ইনিংস রয়েছে তার। তাই এ ম্যাচে রানের জন্য স্বাভাবিকভাবেই বাঁ-হাতি ব্যাটসম্যানের দিকে চেয়ে থাকবে দল।
সাকিব আল হাসান : বর্তমানে ক্রিকেটের তিন ফরম্যাটে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন তিনি। তার দক্ষতা-যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বিশ্বসেরা অলরাউন্ডারের সাম্প্রতিক পারফরম্যান্সটা খুব একটা ভালো নয়। শ্রীলংকা সফরে রান পেলেও ত্রিদেশীয় সিরিজ ও প্রস্তুতিমূলক ম্যাচে রান পাননি তিনি। এমনকি বল হাতেও ব্যর্থ ছিলেন। তিন ম্যাচে নেন ৩ উইকেট, রান করেন ৩৯। তবুও তার ওপর অঅস্থা রাখছে দল।
মুস্তাফিজুর রহমান : এ ম্যাচে বাংলাদেশের তরুপের তাস মুস্তাফিজুর রহমান। দলের সাফল্য অনেকটাই নির্ভর করছে তার ওপর। এখন পর্যন্ত মাত্র ১৮ ওয়ানডে খেলে ৪৩ উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছেন। সাম্প্রতিক সময়ে তিনিও আগের মতো ভয়ংকর নন। ইনজুরি কাটিয়ে ফিরে এখনো ফিজের মতো জ্বলে উঠতে পারেননি। তবে জ্বলে ওঠার ইঙ্গিত দিয়েছেন। ত্রিদেশীয় সিরিজে ৩ ইনিংসে নিয়েছেন ৭ উইকেট।
মুশফিক-মাহমুদুল্লাহ : বাংলাদেশের নির্ভরতা প্রতীক তারা। বহুদিন ধরেই ধারাবাহিক ফর্মে রয়েছেন এ দু’জন। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বহু হিসাবের ম্যাচে নিউজিল্যান্ডকে তাদের কল্যাণেই হারিয়েছে বাংলাদেশ। রান পেয়েছেন প্রস্তুতি ম্যাচগুলোতেও। এ ম্যাচেও স্পটলাইটটা থাকছে তাদের ওপর।
অন্যদিকে ইংল্যান্ড দলে প্রধান তিন ভরসার নাম ইয়ন মরগান, জো রুট ও বেন স্টোকস।তাদের ওপরেই দলের সাফল্য নির্ভর করছে।
ইয়ন মরগান : দুর্দান্ত ফর্মে রয়েছেন ইংলিশ অধিনায়ক। সদ্যই শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজসেরা হয়েছেন তিনি। তার ক্রিকেট মস্তিষ্ক নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। এ ম্যাচে বিশেষভাবে নজর থাকছে এ ব্যাটসম্যানের ওপর।
বেন স্টোকস : দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনিও। ব্যাট-বল দু’হাতেই সমান কার্যকরী এ ক্রিকেটার। আইপিএলে তা টের পেয়েছে প্রতিপক্ষ দলগুলো। সবশেষ প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০১ রান করে ইংল্যান্ডের সিরিজ জয় নিশ্চিত করেন এ অলরাউন্ডার। এ ম্যাচে তার দিকে তাকিয়ে থাকছে ইংল্যান্ড।
জো রুট : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে নিজেকে মেলে ধরতে না পারেননি তিনি। তবে তার সাম্প্রতিক পারফরম্যান্সটা মন্দ নয়। ব্যাটে নিয়মিত রান পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে সবশেষ ৫ ইনিংসে ৩১৭ রান করেন এ স্টাইলিশ ব্যাটনসম্যান। এ ম্যাচেও নজর থাকছে তার ওপর।
ডিএইচ