রানের পাহাড় গড়ার পথেই রয়েছে নিউজিল্যান্ড। কিউই ব্যাটিং লাইন-আপে টাইগার বোলাররা বড় ধ্বস নামাতে না পারলে রান পাহাড় গড়বে স্বাগতিকরা।
মাউন্ট মঙ্গানুইতে প্রথম টেস্ট হেরে ব্যাকফুটে থাকা নিউজিল্যান্ডের সামনে সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচটায় জয়ের বিকল্প নেই। রোববার ক্রাইস্টচার্চে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হুক।
ব্যাট করতে নেমে শুরুর দিকে বল বুঝতে কিছুটা সমস্যা হলেও ধীরে ধীরে থিতু হয়ে যান দুই ওপেনার টম ল্যাথাম ও উইল ইয়াং। তবে ইনিংসের নবমওভারে প্রথম নিজের ওভার করতে এসে টম ল্যাথামকে দুই বার এলবিডব্লু করলেও রিভিউ নিয়ে বেঁচে যান।
শেষ পর্যন্ত ল্যাথাম তুলে নেন শতক। দুজনের ১৪৮ রানের জুটি ভাঙ্গে উইল ইয়াংয়ের ৫৪ রানে বিদায়ের মধ্য দিয়ে। এই কিউই ওপেনা শরিফুল ইসলামের বলে ক্যাচ দেন পয়েন্টে থাকা নাঈম শেখের হাতে।
এরপর আবারও লম্বা জুটি গড়েছেন ল্যাথাম ও ডেভন কনওয়ে। ল্যাথাম পার করেছেন দেড়শ রান, কনওয়েও তুলে নিয়েছেন ফিফটি। দুজনের ১৪০ রানের জুটিতে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৭৬ ওভারে ১ উইকেটে ২৮৮ রান।
এম/