টম ল্যাথামের ব্যাট কচুকাটা করেছে টাইগার বোলারদের। প্রথম দিনে ১৮৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করার পর দ্বিতীয় দিনে যোগ করেছেন আরও ৬৬ রান। তার ব্যাটে ভর করেই নিউজিল্যান্ড উঠেছে রানের পাহাড়ে।
প্রথম দিনেই ল্যাথামকে এক ওভারে দুইবার আউট করেছিলেন এবাদত হোসেন। তবে রিভিউ নিয়ে জীবন পাওয়া ল্যাথাম সুযোগ কাজে লাগিয়ে খেললেন ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস।
ল্যাথাম শেষ পর্যন্ত ২৫২ রান করে ফিরেছেন মুমিনুল হকের বলে বাউন্ডারি হাকাতে গিয়ে স্কয়ার লেগে থাকা ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে। ৩৭৩ বলের ইনিংসে ছিল ৩৪টি চার ও ২টি ছয়।
ল্যাথাম ছাড়াও সেঞ্চুরি করেছেন ডেভন কনওয়ে (১০৯)। ৫৪ রানের ইনিংস খেলেছেন ওপেনার উইল ইয়াং। ল্যাথাম বিদায় নিলেও তাকে সং দেয়া টম ব্লান্ডেল পৌঁছে গেছেন অর্ধশতকের দ্বারপ্রান্তে।
প্রথম দিনে মাত্র ১ উইকেট হারিয়ে ৩৪৯ রান তোলা নিউজিল্যান্ড দ্বিতীয় দিনের প্রথম সেশনেই হারায় ৪ উইকেট। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ৫০৭ রান।
এম/