‘ভারতের বিপক্ষে খুব ভালো পারফরম্যান্স নেই বলে শেন ওয়ার্নকে সেরা বলতে পারছি না।’- এমন বিতর্কিত মন্তব্য করার পরে এর জন্য ক্ষমা চাইলেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার।
গত শুক্রবার (৪ মার্চ) থাইল্যান্ডে অবস্থানকালে নিজের কক্ষে হার্ট অ্যাটাক করে মারা গেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। এই লেগ স্পিনিং জাদুকরের প্রয়াণের পর ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বিশ্বের সেরা স্পিনারদের নিয়ে তুলনা করেন। যেখানে তিনি ওয়ার্নকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
গাভাস্কার সেখানে বলেছেন, ‘আমার কাছে বেশ কয়েকজনে স্পিনার, যেমন মুত্তিয়া মুরালিধরনসহ আরও কয়েকজন শেন ওয়ার্নের চেয়ে বেশি এগিয়ে। স্পিনারদের বিপক্ষে সব সময় ভালো খেলা ভারতের বিপক্ষে ওয়ার্নের খুব ভালো পারফরম্যান্স নেই। তাই আমি ওকে সেরা বলতে পারছি না।’
গাভাস্কারের এমন মন্তব্যের পর চরম সমালোচনার শিকার হতে হয় এই ভারতীয় কিংবদন্তিকে। চরম সমালোচনার মুখে এমন মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন গাভাস্কার। জানিয়েছেন, ওই সময়ে অনুষ্ঠানের সঞ্চালকের প্রশ্নটি ঠিক ছিল না। তার উত্তর দেওয়াও না।
নিজের ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় গাভাস্কার বলেন, ‘এমন প্রশ্ন করাটা ঠিক হয়নি, আমারও উত্তর দেওয়া উচিত হয়নি। কারণ, তুলনা করা বা বিচার করার ওটা সঠিক সময় নয়। ওয়ার্ন এ খেলাটার অন্যতম সেরা এক খেলোয়াড়। রডনি মার্শও অন্যতম সেরা উইকেটরক্ষক। তাদের আত্মা শান্তি পাক।’