চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শক্তিশালী দল গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবারের শিরোপার অন্যতম দাবিদারও সাদা-কালো জার্সিধারীরা। অথচ নিজেদের প্রথম ম্যাচে শাইনপুকুরের কাছে হেরে গেছে মোহামেডান।
দলটির তারকা ক্রিকেটার মোহাম্মদ হাফিজ-সৌম্য সরকারদের ব্যাট হাতে বিবর্ণতায় সহজ জয় পায় শাইনপুকুর। আগে ব্যাট করে সাজ্জাদুলের অর্ধশতক ও আলাউদ্দিন বাবুর ঝড়ো ব্যাটিংয়ে আড়াইশো রান করে শাইনপুকুর। জবাবে ২০৯ রানে গুটিয়ে যায় মোহামেডান।
মিরপুরে আগে ব্যাট করতে নেমে ৪৪ রানের মধ্যে ৩ উইকেট হারায় শাইনপুকুর। চতুর্থ উইকেটে সিকান্দার রাজা ও রাকিন আহমেদ ৪৭ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় কাটায়। তবে ৩৯ রান করে ফেরেন রাকিন। এরপর ৪২ রান করে ফেরেন রাজাও।
এরপর সাজ্জাদের ৭০ রান ও আলাউদ্দিন বাবুর ১৯ বলে ৪৬ রানে ৫০ ওভারে ২৫০ রানের পুঁজি পায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পায় সৌম্য।
বল হাতে সফল হলেও ব্যাট হাতে মাত্র ৭ রানে ফেরেন সৌম্য। আরেক অভিজ্ঞ হাফিজ করতে পারেন মোটে ৪ রান। ব্যাট হাতে ব্যর্থ হন রনি তালুকদার, শুভাগত হোম, আরিফুল হকও। তবে একপ্রান্তে লড়াই চালিয়ে যান পারভেজ হোসেন ইমন। এই ওপেনার দলীয় ১২৬ রানের মাথায় অর্ধশতক হাঁকিয়ে ফিরলে ম্যাচ থেকে ছিটকে যায় মোহামেডান।
৫৪ রান করে আলাউদ্দিন বাবুর বলে ফেরেন ইমন। এরপর ১৩৬ রানে অষ্টম উইকেট পতনের পর দলের হাল ধরেন সোহরাওয়ার্দী এবং ইয়াসির আরাফাত মিশু। এই দুই ব্যাটার জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। সোহরাওয়ার্দী ৫১ রান ও মিশু ৩৮ রানে ফিরলে মোহামেডান ২০৯ রানে থামে।
ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলা আলাউদ্দিন বাবু বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরষ্কার পান। আনিসুল ১৪ রানে নেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
শাইনপুকুর ২৫০-৭ (ওভার ৫০)
সাজ্জাদুল ৭০, আলাউদ্দিন ৪৬* সৌম্য ৩/৫২
মোহামেডান ২০৯ (ওভার ৪৮.৩)
ইমন ৫৪, শুভ ৫১ আনিসুল ২/১৪
ফলাফল : ৪১ রানে জয়ী শাইনপুকুর
ম্যাচসেরা: আলাউদ্দিন বাবু