ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

পরিকল্পিতভাবেই সরকারি দল গাড়িবহরে হামলা করে : রিজভী (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২০ জুন ২০১৭ , ০৬:২১ পিএম


loading/img

পূর্ব পরিকল্পিতভাবেই সরকারি দল চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলা করেছে। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে হাছান মাহমুদের কর্মীরা এ হামলা চালায়। অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে যুবদলের মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলা হয়েছে এটা অবধারিত সত্য। তারা মনে করেছে, মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার মধ্যদিয়ে বিএনপি ভয় পেয়ে যাবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএনপি কারো হামলা, মামলা ও নির্যাতনে ভয় পাওয়ার দল নয়। কারণ আওয়ামী লীগ আগেও কারওয়ান বাজার ও বাংলামটরে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করেছিল। নারায়ণগঞ্জেও হামলা করেছিল। তখনও আমাদের দল মনোবল হারায়নি।

গেলো রোববার পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে রাঙামাটিতে যাবার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হামলার শিকার হয় মির্জা ফখরুলের গাড়িবহর। দলটি এজন্য আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য ড. হাছান মাহমুদকে দায়ী করেছেন। কিন্তু তিনি অভিযোগ প্রত্যাখ্যান করে এ জন্য বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেন।

 

বিজ্ঞাপন

 

এইচটি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |