ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

দুঃখ ভুলিয়ে দিতে মাঠে নামছে ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ২৩ জুন ২০১৭ , ০২:১৬ পিএম


loading/img

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে ভারত। পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স ও টেন ৩।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারের ক্ষত নিয়েই মাঠে নামছে ভারত। সঙ্গে প্রধান কোচ অনিল কুম্বলের পদত্যাগ দলে যোগ করেছে বাড়তি হতাশা।

তবে সবকিছু পেছনে ফেলে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে ‘ম্যান ইন ব্লু’রা। বিশ্বের সেরা ব্যাটিং লাইনআপের পাশাপাশি রয়েছে অশ্বিন, জাদেজা, ভুবনেশ্বর কুমারদের দাপুটে বোলিং।

বিজ্ঞাপন

বিপরীতে সাম্প্রতিক ফর্মের বিচারে বেশ পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালের পর সিরিজ জিততে পারেনি ক্যারিবীয়রা। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ১-১য়ে ড্র করেছে তারা।

এখন পর্যন্ত দু’দলের ১১৬ মোকাবেলায় ভারতের জয় ৫৩, আর ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৬০ ম্যাচে।

তবে ভারতের বিপক্ষে জয়ে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে মরিয়া জ্যাসন হোল্ডার বাহিনী।

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |