ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

অবশেষে সুখবর বিজয়ের, সুযোগ পেলেন রাহী

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শনিবার, ০৭ মে ২০২২ , ০৭:৩৭ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাট হাতে যেন আগুন ঝরিয়েছেন আনামুল হক বিজয়। ১৫ ম্যাচে রেকর্ড ৯টি ফিফটি ও তিন শতকে ১১৩৮ রান করেছেন বিজয়। দারুণ পারফরম্যান্সের জন্য সুখবর পেলেন বিজয়।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার বিপক্ষে দুই দিনের প্রস্তুতির ম্যাচের দলে সুযোগ পেয়েছেন বিজয়। এদিকে জাতীয় দল থেকে বাদ পড়া পেসার আবু জায়েদ রাহীও পেয়েছেন সুযোগ। প্রস্তুতি ম্যাচে দেখা যাবে এই টাইগার পেসারকেও।

আজ (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে লঙ্কানদের বিপক্ষে ১৪ সদস্যের বিসিবি একাদশের নাম ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। যেখানে বিসিবি একাদশের দলে এই দুই ক্রিকেটারের নাম ছিল। বিসিবি একাদশের হয়ে অধিনায়কত্ব করবেন মোহাম্মদ মিথুন। এদিন বিসিবি একাদশের হয়ে মাঠে নামবেন মোসাদ্দেক হোসেন সৈকতও। যিনি লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডেও সুযোগ পেয়েছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য আগামীকাল (৮ মে) সকালে বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা। এরপর ৯ মে করোনা টেস্টের মুখোমুখি হবে দলটির ক্রিকেটাররা। এরপর ১০ ও ১১ মে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি খেলতে মাঠে নামবে সফরকারীরা।

এবারের সফরে ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে সফরকারী শ্রীলঙ্কা। ২৩ মে মিরপুরের হোম অব ক্রিকেটে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দুই দল।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ:

বিজ্ঞাপন

মোহাম্মদ মিথুন (অধিনায়ক), সাদমান ইসলাম, আনামুল হক বিজয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, এনামুল হক, মুশফিক হাসান, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান, আবু জায়েদ রাহী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |