ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

২১১ করে পারেনি, ১৪৮ রান করে পারবে ভারত?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১২ জুন ২০২২ , ০৯:২১ পিএম


loading/img
ছবি-ক্রিকইনফো

এইতো ক’দিন আগেই শেষ হয়েছে আইপিএল। ভারতীয় ক্রিকেটাররা দারুণ ফর্মে ছিলেন লিগে। আইপিএল শেষ হতে না হতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বিজ্ঞাপন

দিল্লিতে প্রথম ম্যাচে ২১১ রান করেও ৭ উইকেটে হেরে যায় ভারত। আজ দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে সংগ্রহ করেছে ১৪৮ রান। আগের ম্যাচে দুই শতাধিক রান করেও রাসি ভ্যানডার দুসেন ও ডেভিড মিলারের জোড়া অর্ধশতকে দুর্দান্ত জয় পাওয়া প্রোটিয়াদের সামনে এই কটা রান ব্যাপার না বলা চলে।

কোটাকের বারাবাতি স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় ভারত। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সাজঘরে ফিরতে হয় ঋতুরাজ গায়কোয়াডকে (১)। কাগিসো রাবাদার বলে ক্যাচ দেন কেশব মহারাজের হাতে।

বিজ্ঞাপন

এরপর ৪৭ রানের জুটি গড়েন ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ার। সপ্তম ওভারের চতুর্থ বলে কিষান বিদায় নেন এনরিক নরকিয়ার বলে ৩৪ রান করে।

আইয়ারের ব্যাটে আসে ইনিংসের সর্বোচ্চ ৪০ (৩৫) রান। আইয়ারকে ফেরান ডোয়াইন প্রিটোরিয়াস। ইশান ও আইয়ারের ফেরার পর থেমে যায় রানের চাকা।

অধিনায়ক ঋষব পন্থ ৫, হার্দিক পান্ডিয়া ৯ ও আক্সার প্যাটেল ১০ রান করে ফেরার পর দীনেশ কার্তিক যদি ২১ বলে ৩০ রানের অপরাজিত ইনিংসটা না খেলতেন তবে দেড় শ’র কাছে যাওয়াটা কঠিন ছিল স্বাগতিকদের। কার্তিকের সঙ্গে ১২ (৯) রানে অপরাজিত রয়েছেন হার্শাল প্যাটেল।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার পক্ষে ২ উইকেট নেন নরকিয়া। ১টি করে উইকেট নেন কাগিসো রাবাদা, ওয়েইন পার্নেল, প্রটোরিয়াস ও কেশব মহারাজ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |