চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক আঙিনায় পা দেওয়ার পর এখন পর্যন্ত ২টি ওয়ানডে এবং ৫ টি-টোয়েন্টি খেলেছেন দীপক হুদা।
এরমধ্যে গতকাল (২৮ জুন) আয়ারল্যান্ডের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক পেলেন এই ডানহাতি ব্যাটসম্যান। আয়ারল্যান্ডের বিপক্ষে ডাবলিনে টি-টোয়েন্টি ম্যাচে তিনে নেমে ৫৭ বলে ৯ চার ও ৬ ছয়ে ১০৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন দীপক।
এর আগের ম্যাচেই ২৯ বলে খেলেছিলেন ৪৭ রানের আরেকটি অপরাজিত ইনিংস। দলের প্রয়োজনে বিধ্বংসী এমন দুটি ইনিংস খেলে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে কল্পনাতীত লাফ দিয়েছেন দীপক।
৫১৮তম স্থান থেকে ৪১৪ ধাপ লাফ দিয়ে ১০৪তম স্থানে উঠে এসেছেন এই ভারতীয়। আয়ারল্যান্ডের বিপক্ষে শতক হাঁকিয়ে চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি দেখা ক্রিকেটার হলেন তিনি।