ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বাংলাদেশকে কঠিন লক্ষ্য দিলো আয়ারল্যান্ড 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৩ এপ্রিল ২০২৫ , ০৭:৫৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (১৩ এপ্রিল) আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৩৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।

বিজ্ঞাপন

ব্যাট করতে নেমে সারাহ ফোর্বসকে (৪) ধাক্কা খায় আইরিশ মেয়েরা। দ্বিতীয় উইকেটে নেমে ধাক্কা সামলে দলকে এগিয়ে নেন গ্যাবি লুইস ও আমি হান্টার। দুজনে মিলে ৫০ রানের জুটি গড়েন। তাদের এই জুটি ভাঙেন জান্নাতুল ফেরদৌস। গ্যাবিকেও ২৪ রানে ফেরান এই টাইগ্রেস। এরপর বেশিক্ষণ ব্যাট হাতে টিকতে পারেননি হান্টার। তিনি ৩৩ রান করে সাজঘরে ফেরেন।

বড় জুটি গড়েন অরলা ও লাউরা। ৪১ রানে অরলাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রাবেয়া। তবে ৫৫ বল খেলে ঠিকই ফিফটি তুলে নেন লাউরা। তিনি ফিরলেও বাকিরাও রানের চাকা সচল রাখে। শেষ দিকে এসে ১৭ বল খেলে ২৪ রান করে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন আরলেন কেলি। বাংলাদেশের হয়ে ১০ ওভার বল করে ৩৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন রাবেয়া। আর ৮ ওভার বল করে ৫০ রান দিয়ে দুটি উইকেট নেন ফাহিমা। একটি উইকেট তুলে নেন জান্নাতুল। 

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |