ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

জয়ে আটলান্টিকের দুঃসহ স্মৃতি ভুলতে পারবে তো বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০২ জুলাই ২০২২ , ১২:৫৮ পিএম


loading/img
ছবি- বিসিবি

দারুণ কিছুর লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পা রেখেছিল বাংলাদেশ। তবে এখন পর্যন্ত কোনো কিছু নিজেদের আকাঙ্ক্ষা মতো পায়নি টিম টাইগার। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের ঘটনার রেশ না কাটতে আটলান্টিক মহাসাগরের ভয়ালতা ঘিরে ধরে বাংলাদেশকে।

বিজ্ঞাপন

সেইন্ট লুসিয়া থেকে মার্টিনেক হয়ে ডমিনিকায় যাওয়ার পথে সাগরের বড় ঢেউয়ে যাত্রাপথে ফেরিতে অসুস্থ হয়ে পড়ে টাইগার ক্রিকেটাররা। ৫ ঘণ্টার দুঃসহ এক স্মৃতি কাটিয়ে অবশ্য নিরাপদেই ডমিনিকায় পৌঁছায় টিম টাইগার।

যেখানে রোজেউর উইন্ডসর পার্কে উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। জয়ে আটলান্টিকের সেই দুঃসহ পাঁচ ঘণ্টার স্মৃতি ভুলতে পারবে তো বাংলাদেশ!

বিজ্ঞাপন

অবশ্য টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের সর্বশেষ ম্যাচটি ছিল সুখস্মৃতি। সেই ম্যাচে ১৯ রানের জয়ে উইন্ডিজদের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। চার বছর আগে সেই সিরিজে বাংলাদেশ স্বাগতিকদের ২-১ ব্যবধানে হারিয়েছিল।

এছাড়াও যে মাঠে দুই দল প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে সেই উইন্ডসর পার্কে বাংলাদেশের রেকর্ড বেশ ভালোই। এই মাঠেই ২০০৯ সালে দুটি ওয়ানডে খেলে দুটিতেই জিতেছিল টাইগাররা।

বিজ্ঞাপন

যদিও সংস্কার কাজে স্টেডিয়ামটি পাঁচ বছরের লম্বা সময় ধরে খেলা আয়োজনের বাইরে। অনেক পরিবর্তন শেষে সেই বাংলাদেসশকে নিয়ে নতুন শুরুর অপেক্ষায় উইন্ডসর পার্ক।

চলতি সফরের এখন পর্যন্ত সব দুঃসহ স্মৃতি কাটিয়ে বাংলাদেশও আছে নতুন শুরুর অপেক্ষায়। প্রথম টি-টোয়েন্টিতে জয়ে রাঙিয়ে বাংলাদেশ পারবে তো আটলান্টিক থেকে শুরু করে সফরের এখন পর্যন্ত সব দুঃসহ স্মৃতি ভুলতে?

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |