ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

প্রথম দুই সেট হেরেও সেমিফাইনালে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৬ জুলাই ২০২২ , ০৩:২৫ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে আপসেট ঘটিয়ে দিতেই যাচ্ছিলেন ইতালির ২০ বছর বয়সী জ্যানিক সিনার। টেনিস গ্রেট নোভাক জোকোভিচকে প্রথম দুই সেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার দারুণ সম্ভাবনা জাগিয়েছিলেন সিনার।

বিজ্ঞাপন

তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে থামতে হলো সদ্য টেনিস পেরোনো সিনারকে। ২-০ সেটে এগিয়ে থেকেও জকোভিচের কাছে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যায় ইতালিয়ান সিনার। সেমিফাইনালে জায়গা করে নেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ।

ক্যারিয়ারে এ নিয়ে সাত ম্যাচে ২-০ সেটে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছেন জোকোভিচ। এরমধ্যে সিনারকে নিয়ে উইম্বলডনে এই স্বাদ তিনবার পেলেন এই সার্বিয়ান।

বিজ্ঞাপন

কোয়ার্টারে সিনারের কাছে ৭-৫ ও ৬-২ পয়েন্টে পিছিয়ে থেকে প্রথম দুই সেটে হারেন জোকোভিচ। পরের তিন সেটে সিনারকে বলতে গেলে দাঁড়াতেই দেননি জোকোভিচ।

৬-৩, ৬-২ ও ৬-২ পয়েন্ট ব্যবধানে হারিয়ে ২১তম গ্র্যান্ডস্লাম জেতার পক্ষে আরেক পা এগোলেন জোকোভিচ। ক্যারিয়ারের ৭ম উইম্বলডন জেতার পথে সেমিফাইনালে ক্যামেরন নরিয়ের মুখোমুখি হবেন এই সার্বিয়ান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |