ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বুমরাহর ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১০ রানে বুকড ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ , ০৮:১৬ পিএম


loading/img
ছবি- ক্রিকইনফো

৪ ওভার ২ মেডেন ৬ রান দিয়ে ৪ উইকেট, প্রথম স্পেলে জাসপ্রিত বুমরাহর বোলিং এমন তোপে ঘরের মাঠে স্রেফ উড়ে গেছে ইংল্যান্ড।

বিজ্ঞাপন

পরবর্তী সময়ে আর ফিরে আসতে পারেনি জস বাটলারের দল। কেবল অধিনায়ক বাটলার এবং ডেভিড উইলির ব্যাটে ভর করে কোনো রকমে সর্বনিম্ন স্কোর ছাড়িয়ে এক শ পেরিয়েছে ইংলিশরা। যদিও ভারতের বিপক্ষে সর্বনিম্ন স্কোরে আটকে গেল দলটি।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওভালে টসে জিতে আগে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রোহিত শর্মা। ব্যাটিংয়ে নেমে বুমরাহ ঝড়ে মাত্র ১১০ রানে বুকড হয়ে যায় ইংলিশরা। এর আগে ২০০৬ সালে ভারতের বিপক্ষে জয়পুরে মাত্র ১২৫ রানে থামে ইংলিশরা।

বিজ্ঞাপন

বুমরাহ ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার অর্জন করেন। তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার। ম্যাচে বুমরাহর বোলিং ফিগার ৭.২-৩-১৯-৬। বুমরাহ ছাড়া মোহাম্মদ শামি পেয়েছেন ৩ উইকেট।

ওভালে আগে ব্যাটিংয়ে নেমে ২৬ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে বসে ইংলিশরা। টপ অর্ডারের প্রথম ছয় ব্যাটসম্যানের পাঁচজন শূন্য রানে আউট হয়ে ফেরেন। জেসন রয়, জো রুট, বেন স্টোকস এবং লিয়াম লিভিংস্টোন চারজনের কেউ রানের খাতা খুলতে পারেননি।

এরপরে বাটলার, মঈন আলী, ডেভিড উইলি এবং ব্রাইডন কার্সের ডাবল ডিজিটের সুবাদে কোনো রকমে শতরানের ইনিংস পেরোয়া ইংলিশরা। বাটলার করেছেন ৩০ রান। এ ছাড়া উইলি ২১, কার্স ১৫ এবং মঈন করেছেন ১৪ রান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |