ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও বড় লক্ষ্য দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। গায়ানায় আজ তৃতীয় ম্যাচে ক্যারিবীয়রা অল-আউট হয় ৪৮.৪ ওভারে ১৭৮ রান তুলে। ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারান নাজমুল হোসেন শান্ত।
১৩ বলে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন আলজারি জোসেফের বলে শাই হোপের কাছে ক্যাচ দিয়ে। এরপর লিটন দাসকে নিয়ে পঞ্চাশ রানের জুটি গড়ে তামিম ইকবাল বিদায় নেন ৫২ বলে ৩৪ রান করে।
তামিম ফিফটি না পেলেও লিটন দাস পেয়েছেন ফিফটি। মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটি বেঁধে ৬২ বলে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি।
লিটনের ব্যাটে ভর করে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৪ ওভারে ২ উইকেটে ৯৬ রান। লিটন ৫০ ও মাহমুদউল্লাহ অপরাজিত আছেন ৮ রানে। জয়ের জন্য দরকার ২৬ ওভারে ৮৩ রান।