ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

আমিরাতে খেলবেন কি ক্রিস লিন!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২ , ০৪:১২ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ২০২৩ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ইউএই ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগ। প্রথম আসরেই বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা তারকাদের নিজেদের টুর্নামেন্টে পেতে চাইছে আয়োজক কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সেই লক্ষ্যে ইতোমধ্যে ২১ জন তারকা ক্রিকেটারের একটি মারকিউ লিস্ট প্রকাশ করেছে টুর্নামেন্টের আয়োজক কমিটি। সেই তালিকায় আন্দ্রে রাসেল, মঈন আলীদের পাশাপাশি রয়েছেন অস্ট্রেলিয়ার হার্ডহিটার ওপেনার ক্রিস লিন। তবে এই অজি ক্রিকেটার এখন পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে অনাপত্তিপত্র পায়নি।

আরব আমিরাতে যখন টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলবে একই সময় অস্ট্রেলিয়াতে চলতে থাকবে বিগ ব্যাশ লিগ। ক্রিকেট অস্ট্রেলিয়া সাধারণত নিজেদের দেশে খেলা চলাকালীন অজি কোনো ক্রিকেটারকে বাইরে খেলতে দিতে চায় না। যদি না ক্রিকেটারটি অবসর না নিয়ে ফেলে কিংবা ঘরোয়া কোনো দলের সঙ্গে যুক্ত না থাকে।

বিজ্ঞাপন

লিন ২০১৮ সাল থেকে জাতীয় দলের বাইরে থাকলেও এখন পর্যন্ত অবসরের ঘোষণা দেয়নি। ফলে ক্রিকেট অস্ট্রেলিয়া চাইলেই অনাপত্তিপত্র না দেওয়ার ক্ষমতা রাখে। তবে চলতি বছর বিগ ব্যাশ লিগের কোনো দলের সঙ্গেই চুক্তি করেননি এই অজি হার্ড হিটার। ফলে লিনকে খেলার সুযোগ করে দিতেই আমিরাত টি-টোয়েন্টি লিগে অনাপত্তিপত্র দিতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অবশ্য সব সিদ্ধান্ত এই মুহূর্তে দেশটির ক্রিকেট বোর্ডের উপর নির্ভর করছে। এর আগে ডেভিড ওয়ার্নার আমিরাত টি-টোয়েন্টি লিগে খেলতে চেয়েছিল। তবে তাকে অনাপত্তিপত্র না দিয়ে বরং বিগ ব্যাশ লিগে খেলার জন্য বলা হয়। ওয়ার্নারও রাজি হয়েছে। ফলে ৯ বছর পর বিগ ব্যাশে আবার দেখা যাবে ওয়ার্নারকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |