ঢাকাবৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

২১ বছরের রেকর্ড ধরে রাখার কঠিন পরীক্ষা বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২ , ০৯:১৫ পিএম


loading/img
সিরিজ জিতিয়ে উল্লসিত সিকান্দার রাজা

২০০১ এবং ২০০২ সালে দুটি সিরিজে জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এরপর সিরিজ হারলেও অন্তত হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়নি বাংলাদেশকে। বরং উল্টো পাঁচ বার হোয়াইটওয়াশ করেছে জিম্বাবুয়েকে।

বিজ্ঞাপন

কিন্তু ২১ বছর পর এসে আবারও হোয়াইটওয়াশের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। হারারেতে বুধবার দিতে হবে কঠিন পরীক্ষা। তিন ওয়ানডের সিরিজে এরিমধ্যে প্রথম দুটিতে হেরে দীর্ঘ নয় বছর পর জিম্বাবুয়ের কাছে সিরিজ হারল টাইগাররা।

অথচ সবশেষ পাঁচটি সিরিজেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে এবার সেটি ফিরিয়ে দিচ্ছে স্বাগতিকরা। প্রথম দুই ওয়ানডেতে সিকান্দার রাজার ম্যাচ জেতানো নান্দনিক দুটি শতক। এছাড়াও প্রথম ম্যাচে ইনোসেন্ট কাইয়া এবং দ্বিতীয় ম্যাচে রেগিস চাকাভার শতকে বাংলাদেশকে শাসন করেই জয় পায়।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই নামে তামিম ইকবালরা। কিন্তু এই ফরম্যাটে বিগত কয়েক বছর ধরে উড়তে থাকা বাংলাদেশকে ১৭ রানে বিধ্বস্ত করে মাটিতে নামায় জিম্বাবুয়ে। পরের ম্যাচে জয় পায় ৫ উইকেটে।

এ যেন অচেনা এক বাংলাদেশকে পেয়ে বসেছে জিম্বাবুয়ে। অথচ দলটায় নেই নিয়মিত অধিনায়কসহ বেশ কজন। দ্বিতীয় ম্যাচের একাদশে ছিলেন না প্রথম ম্যাচ খেলা পাঁচজন। তবুও একের পর এক দুর্দান্ত জয় তুলে নিয়ে মানসিক ভাবে এগিয়ে থাকা জিম্বাবুয়ের সামনে শেষ ম্যাচটায় লজ্জা এড়াতে পারে কী না বাংলাদেশ সেটাই এখন সময়ের অপেক্ষা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |