অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। এই গতিতারকা স্ট্রেস ফ্র্যাকচারের চোটে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন। যদিও বিসিসিআই এখনও অফিশিয়াল কোনো বিবৃতি জানায়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো নিজেদের প্রতিবেদনে তেমনই জানিয়েছে।
দীর্ঘদিন ধরে ব্যাক পেইনের সমস্যায় ভুগছিলেন বুমরাহ। তবুও দলের সঙ্গে ছিলেন, মাঠেও নেমেছিলেন। সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজেও বল হাতে মাঠে নামতে দেখা গিয়েছিল এই তারকা পেসারকে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচে ড্রেসিং রুমে দলের সঙ্গেই ছিলেন না।
ম্যাচের আগের দিন অনুশীলনে নিজের ব্যাক পেইনের কথা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন বুমরাহ। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম এই ক্রিকেটারের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবেন না তিনি। যার ফলে মাঠে নামেননি তিনি।
তবে এই সমস্যার জন্য বিশ্বকাপেও খেলতে পারবেন না তিনি। স্ট্রেস ফ্র্যাকচার থেকে মুক্তি পেতে সার্জারি না করা লাগলেও ৪ থেকে ৬ মাস মাঠের বাইরে পুনর্বাসনে থাকতে হবে।
এর আগে ব্যাক পেইনের জন্য এশিয়া কাপের হয়ে মাঠে নামেননি বুমরাহ। সেই সময়ে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে নিজেকে প্রস্তুত করছিলেন তিনি। ফিরে এসে অজিদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টিও খেলেছেন। তবে এবার বেশ লম্বা সময়ের জন্যই যেন ছিটকে গেলেন।