নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে টাইগ্রেসরা। টস জিতে থাইল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।
এবারের আসরটি সম্পূর্ণ রুপে আয়োজিত হচ্ছে বাংলাদেশের সিলেটে। সেখানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠ ও আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়ান নারীদের এই শিরোপা যুদ্ধ স্টেডিয়ামে বিনা খরচে দেখতে পারবেন সব দর্শক। এই ইভেন্টের কোনো ম্যাচ দেখতে দর্শকদের কোনো টিকিটই কিনতে হবে না। বিনা টিকিটে দেখা যাবে এবারের নারী এশিয়া কাপ। পাশাপাশি ম্যাচগুলো সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টসের পর্দায়ও।
২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ছয়বারের শিরোপা জেতা ভারতকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সালমারা।
আগামী ৩, ৬, ৮, ১০ ও ১১ অক্টোবর স্বাগতিক বাংলাদেশ দল লড়বে যথাক্রমে পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, আরব আমিরাত ও মালয়েশিয়ার বিপক্ষে।
বাংলাদেশ নারী দল আছে দুর্দান্ত ফর্মে। সর্বশেষ ৫ ম্যাচের ৫টিই জিতেছে তারা।