বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডের মাতিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে গেছে বাংলাদেশ দল। ইতোমধ্যে সেখানে পৌঁছে গেছে বাংলাদেশের সব ক্রিকেটার, পাকিস্তানের সব ক্রিকেটার। তবে টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানই দলের সঙ্গে এখনও যোগ দিতে পারেননি।
সব ঠিক থাকলে ৬ অক্টোবর নিউজিল্যান্ড সময় সন্ধ্যা ৬টায় দেশটিতে গিয়ে পৌঁছাবেন সাকিব। এরপর ২৪ ঘণ্টা না পেরোতেই নিউজিল্যান্ড সময় ৭ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্টটির প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবেন সাকিব।
নিউজিল্যান্ডে এই মুহূর্তে তাপমাত্রা ১-২ ডিগ্রির আশপাশে। এমন অবস্থায় সকলেই আগে এসে মানিয়ে নেওয়ার সুযোগ পেলেও সাকিবের জন্য সেটি থাকছে না। কিন্তু কেন এত দেরি হলো সাকিবের, কারণটা কী? উত্তরটা জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মূলত ফ্লাইট জটিলতায় দেরি করে নিউজিল্যান্ড পৌঁছাচ্ছেন সাকিব। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শেষ করেই নিউজিল্যান্ডে উড়াল দিতে চেয়েছেন সাকিব। তবে টিকিট ম্যানেজ করতে না পারায় তখন উড়াল দিতে পারেননি। পরবর্তীতে সাকিব ২ অক্টোবরের একটি টিকিট পেয়েছিলেন, যা ক্রাইস্টচার্চে পৌঁছানোর কথা ছিল ৪ অক্টোবর।
তবে পথিমধ্যে ট্রানজিট গণ্ডগোল এবার আটকে দেয় সাকিবকে। ক্রাইস্টচার্চে আসার জন্য তাহিতি হয়ে আসতে হবে। ৪ অক্টোবর পৌঁছানোর কথা থাকা ওই ফ্লাইটে এসে দেখা যায় তাহিতি পর্যন্ত আসতে পারলেও সেখানকার ভিসা জটিলতা রয়েছে সাকিবের। যার ফলে লস এঞ্জেলেস এয়ারপোর্ট থেকে বোর্ডিং না করিয়ে আবার ফেরত পাঠানো হয় সাকিবকে।
পরবর্তীতে এয়ারলাইনস থেকেই ভিসা সমস্যার সমাধান করা হয়। অবশেষে দুই দিন দেরি করে ৬ অক্টোবর ক্রাইস্টচার্চে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন টাইগার এই অলরাউন্ডার এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক। সব ঠিক থাকলে ‘বাংলাওয়াশ’ ত্রিদেশীয় সিরিজ শুরুর একদিন আগে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।
শুধুমাত্র ভিসা জটিলতায় আসতে না পারায় সাকিব ট্রফি উন্মোচনেও থাকতে পারেননি। যেখানে সাকিবের বদলি হিসেবে কেন উইলিয়ামসন এবং বাবর আজমের সঙ্গে ট্রফি উন্মোচন করেছেন নুরুল হাসান সোহান।