ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

যেভাবে দেখবেন বিশ্বকাপের খেলা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২ , ১০:০৭ পিএম


loading/img
ফাইল ছবি

আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ অক্টোবর থেকে শুরু হবে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও ছোট ফরম্যাটের বিশ্বসেরা হওয়ার লড়াই। জাদুর বাক্স বা মুঠোফোনে এই রোমাঞ্চ দেখতে অপেক্ষার প্রহর গুনছে সবাই। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে লাইভ দেখা যাবে ম্যাচগুলো। 

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান সম্প্রচারকদের মধ্যে স্টার নেটওয়ার্ক, স্কাই স্পোর্টস, ফক্স স্পোর্টস, ইএসপিএন, পিটিভি এবং টাইমস ইন্টারনেটের মাধ্যমে বিশ্বজুড়েই টেলিভিশনে লাইভ খেলা দেখা যাবে।

এবারের বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা গাজী টিভি ও র‌্যাবিথোল এর মাধ্যমে খেলা দেখতে পারবেন। ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের ক্রিকেটপ্রেমীরা স্টার নেটওয়ার্কের মাধ্যমে খেলা উপভোগ করতে পারবেন। পিটিভি এবং এআরওয়াই ডিজিটাল নেটওয়ার্ক পাকিস্তানে ম্যাচগুলো সম্প্রচার করবে।

বিজ্ঞাপন

এছাড়া কায়ো, উইলো টিভি, ডিজনিপ্লাস ও হটস্টার, টাইমস ইন্টারনেট (উইলো) হটস্টার, ইএসপিএনপ্লাস, স্টারহাব, স্টারহাব, অ্যাস্ট্রো ইউপ টিভি, স্কাই স্পোর্ট, ওয়াইইউইপিপিতে খেলা দেখা যাবে।

১৩ নভেম্বর পর্যন্ত চলা এই টুর্নামেন্ট ১৬ টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। যাদের মধ্যে আটটি দল ইতিমধ্যেই সুপার ১২ পর্বের যোগ্যতা অর্জন করেছে। প্রথম রাউন্ড থেকে আরও চারটি দল ওই ৮ টি দলের সাথে যোগ দিয়ে লড়বে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |